আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহ খুলবে কি না, এখনো অনিশ্চিত। তাই মুক্তির অপেক্ষায় থাকা একগুচ্ছ নতুন ছবির কী গতি হবে, এখনই বলা যাচ্ছে না। শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে যদি নতুন ছবি না–ও আসে, তবে আক্ষেপ করার কিছু নেই। কারণ টিভির পর্দায় হাজির থাকবেন শাকিব খান, নিরব, মাহিয়া মাহির মতো তারকারা।
শাকিব–মাহির ‘নবাব এলএলবি’ এখনো হলে মুক্তি পায়নি। গত মাসের শেষ দিকে ছবিটি দিয়ে মধুমিতা হল খোলার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রশাসনিক জটিলতা কাটিয়ে মধুমিতা খুলতে পারেনি কর্তৃপক্ষ। তাই বড় পর্দার মুখ দেখা হয়নি ‘নবাব এলএলবি’র। যদিও ওটিটি প্ল্যাটফর্মে অনেকে আগেই দেখেছেন নবাবকে।
কিন্তু টিভিতে এই প্রথম হচ্ছে ‘নবাব এলএলবি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার। ঈদে দেখাবে চ্যানেল আই। তবে শুধু এটি নয়, আরও ছয়টি ছবি দেখাবে চ্যানেলটি, যেগুলোর কোনোটাই এর আগে টিভিতে আসেনি। ঈদের দিন থেকে পরবর্তী সাত দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখা যাবে ছবিগুলো।
কাজী হায়াতের পরিচালনায় ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’ প্রচারিত হবে ঈদের দিন। এতে অভিনয় করেছেন কাজী মারুফ, অরীন, রুবেল, পুষ্পিতা, অমিত হাসান, রেবেকা, ইলিয়াস কোবরা ও কাজী হায়াৎ। ‘নবাব এলএলবি’ দেখা যাবে এর পরদিনই। শাকিবের সঙ্গে ছবিতে আছেন দুই নায়িকা–মাহিয়া মাহি ও অর্পিতা স্পর্শিয়া।
গাজী রাকায়েতের ‘গোর’ দেখা যাবে ঈদের তৃতীয় দিন। এতে আছেন মৌসুমী হামিদ, দিলারা জামান, গাজী রাকায়েত, আশিউল ইসলাম, দীপান্বিতা মার্টিন ও সুষমা সরকার। গত ঈদের আলোচিত ছবি ‘কসাই’, এসেছিল ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে। প্রেক্ষাগৃহের অপেক্ষা না করে ‘কসাই’ এবার টিভিতে। নিরব, রাশেদ মামুন অপু, প্রিয় মনি, এলিনা শাম্মীর এ ছবি দেখা যাবে ঈদের চতুর্থ দিন।
রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’–এর দেখা মিলবে ঈদের পঞ্চম দিন। অভিনয়ে আছেন রাহুল বোস, শাহানা গোস্বামী, রিকিতা শিমু ও মিতা চৌধুরী। ছিটমহলের গল্প নিয়ে বানানো ছবি ‘ছিটমহল’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন। এতে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, জান্নাতুল ফেরদৌস প্রিয়া, মৌসুমী হামিদ ও শিমুল খান। সপ্তম দিন থাকবে ‘সুতপার ঠিকানা’। প্রসূন রহমানের বানানো ছবিতে দেখা যাবে অপর্ণা ঘোষ, শাহাদাত হোসেন, জয়ন্ত চট্টোপাধ্যায়ের মতো একঝাঁক প্রশংসিত অভিনয়শিল্পীকে।
আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহ খুলবে কি না, এখনো অনিশ্চিত। তাই মুক্তির অপেক্ষায় থাকা একগুচ্ছ নতুন ছবির কী গতি হবে, এখনই বলা যাচ্ছে না। শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে যদি নতুন ছবি না–ও আসে, তবে আক্ষেপ করার কিছু নেই। কারণ টিভির পর্দায় হাজির থাকবেন শাকিব খান, নিরব, মাহিয়া মাহির মতো তারকারা।
শাকিব–মাহির ‘নবাব এলএলবি’ এখনো হলে মুক্তি পায়নি। গত মাসের শেষ দিকে ছবিটি দিয়ে মধুমিতা হল খোলার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রশাসনিক জটিলতা কাটিয়ে মধুমিতা খুলতে পারেনি কর্তৃপক্ষ। তাই বড় পর্দার মুখ দেখা হয়নি ‘নবাব এলএলবি’র। যদিও ওটিটি প্ল্যাটফর্মে অনেকে আগেই দেখেছেন নবাবকে।
কিন্তু টিভিতে এই প্রথম হচ্ছে ‘নবাব এলএলবি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার। ঈদে দেখাবে চ্যানেল আই। তবে শুধু এটি নয়, আরও ছয়টি ছবি দেখাবে চ্যানেলটি, যেগুলোর কোনোটাই এর আগে টিভিতে আসেনি। ঈদের দিন থেকে পরবর্তী সাত দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখা যাবে ছবিগুলো।
কাজী হায়াতের পরিচালনায় ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’ প্রচারিত হবে ঈদের দিন। এতে অভিনয় করেছেন কাজী মারুফ, অরীন, রুবেল, পুষ্পিতা, অমিত হাসান, রেবেকা, ইলিয়াস কোবরা ও কাজী হায়াৎ। ‘নবাব এলএলবি’ দেখা যাবে এর পরদিনই। শাকিবের সঙ্গে ছবিতে আছেন দুই নায়িকা–মাহিয়া মাহি ও অর্পিতা স্পর্শিয়া।
গাজী রাকায়েতের ‘গোর’ দেখা যাবে ঈদের তৃতীয় দিন। এতে আছেন মৌসুমী হামিদ, দিলারা জামান, গাজী রাকায়েত, আশিউল ইসলাম, দীপান্বিতা মার্টিন ও সুষমা সরকার। গত ঈদের আলোচিত ছবি ‘কসাই’, এসেছিল ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে। প্রেক্ষাগৃহের অপেক্ষা না করে ‘কসাই’ এবার টিভিতে। নিরব, রাশেদ মামুন অপু, প্রিয় মনি, এলিনা শাম্মীর এ ছবি দেখা যাবে ঈদের চতুর্থ দিন।
রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’–এর দেখা মিলবে ঈদের পঞ্চম দিন। অভিনয়ে আছেন রাহুল বোস, শাহানা গোস্বামী, রিকিতা শিমু ও মিতা চৌধুরী। ছিটমহলের গল্প নিয়ে বানানো ছবি ‘ছিটমহল’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠ দিন। এতে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, জান্নাতুল ফেরদৌস প্রিয়া, মৌসুমী হামিদ ও শিমুল খান। সপ্তম দিন থাকবে ‘সুতপার ঠিকানা’। প্রসূন রহমানের বানানো ছবিতে দেখা যাবে অপর্ণা ঘোষ, শাহাদাত হোসেন, জয়ন্ত চট্টোপাধ্যায়ের মতো একঝাঁক প্রশংসিত অভিনয়শিল্পীকে।
২০১২ সালের দিকে কলকাতার এক কনসার্টে আইয়ুব বাচ্চু ও আমি গেয়েছিলাম। আমার পর ও উঠেছিল মঞ্চে। অনেক রাত পর্যন্ত গেয়েছিল। আমি বাসা থেকে ফ্রেশ হয়ে ওর হোটেলে অপেক্ষা করছিলাম দেখা করার জন্য। ও এসেই আমাকে বলল, আমার একটাই ইন্টারেস্ট আছে, পার্ক স্ট্রিটের নাইট ক্লাবে বাজাব।
১২ ঘণ্টা আগে২০২২ সালে সংগীতশিল্পী সিঁথি সাহা জানতে পারেন, তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হলেও ভেঙে পড়েননি সিঁথি। চিকিৎসা চালিয়ে গেছেন। অপারেশন ও কেমোথেরাপির পর এখন পুরোপুরি সুস্থ তিনি। এর মধ্যে সন্তানের মা হয়েছেন। একেবারে কাছের কয়েকজন ছাড়া কেউ জানত না সিঁথির অসুস্থতার কথা।
১২ ঘণ্টা আগেহলিউডে নীরবে উঠে আসছে এক নতুন প্রজন্ম। এরই মধ্যে বিভিন্ন সিনেমায় নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছেন তাঁরা। এই নতুন তারকারা জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে এবং সমালোচকদের কলমে। আগামী কয়েক বছরের মধ্যে তাঁদের হাতেই যাবে হলিউডের রাজত্ব।
১২ ঘণ্টা আগেঅস্কারজয়ী ভারতীয় সুরকার ও গায়ক এ আর রাহমানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়—ধর্মান্তর এবং সুফি ইসলাম গ্রহণ। এ নিয়ে একাধিকবার খোলাখুলি কথা বলেছেন তিনি। ২০১৫ সালে প্রকাশিত নাসীর মুন্নি কবিরের লেখা ‘এ আর রাহমান: দ্য স্পিরিট অব মিউজিক’ গ্রন্থে তিনি জানান কীভাবে একজন হিন্দু জ্যোতিষী তাঁর জন্য
১ দিন আগে