১০ পর্বের একটি ট্র্যাভেল শোর শুটিং করতে এবং গ্লোবাল বিজনেস সামিটে অংশ নিতে দুবাই যাচ্ছেন চিত্রনায়ক নিরব। ২৭ সেপ্টেম্বর দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে তাঁর। থাকবেন দুই সপ্তাহ।
নিরব জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীরা সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে গ্লোবাল বিজনেস সামিট ২০২১-এ অংশ নিচ্ছেন। বিজনেস সামিটটির অন্যতম স্পনসর প্রতিষ্ঠান বাংলাদেশের শ্রেষ্ঠ ডটকম। দুই মাস আগে দেশের ই-কমার্স প্রতিষ্ঠান শ্রেষ্ঠ ডটকমের পিআর অ্যান্ড হেড অব কমিউনিকেশন হিসেবে কাজ শুরু করেছেন নিরব। তাই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজনেস সামিটে থাকবেন তিনি। পাশাপাশি অংশ নেবেন সামিটের সাংস্কৃতিক আয়োজনে। সেই আয়োজনে বাংলাদেশের আরও বেশ কজন তারকা শিল্পীর অংশগ্রহণের কথা রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা, ববি, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর প্রমুখ। সামিট অনুষ্ঠিত হবে দুবাইয়ের আবু জায়েদ স্ট্রিটের ক্রাউন প্লাজার একটি সেভেন স্টার হোটেলে।
সামিট শেষে নিরব অংশ নেবেন ট্র্যাভেল শোর শুটিংয়ে। আরব আমিরাতের বিভিন্ন শহরে ঘুরবেন নিরব ও তাঁর দল। তাঁদের সঙ্গে বিভিন্ন পর্বে অংশ নেবেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও খ্যাতিমান ব্যক্তিরা। ১০ পর্বের ট্র্যাভেল শোটি নির্মাণ করবেন আফতাব বিন তমিজ। প্রচারিত হবে এটিএন বাংলায়। আগেও আফতাব বিন তমিজের পরিচালনায় দুবাই ও কানাডার দুটি ট্র্যাভেল শো সঞ্চালনা করেছেন নিরব।
১০ পর্বের একটি ট্র্যাভেল শোর শুটিং করতে এবং গ্লোবাল বিজনেস সামিটে অংশ নিতে দুবাই যাচ্ছেন চিত্রনায়ক নিরব। ২৭ সেপ্টেম্বর দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে তাঁর। থাকবেন দুই সপ্তাহ।
নিরব জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীরা সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে গ্লোবাল বিজনেস সামিট ২০২১-এ অংশ নিচ্ছেন। বিজনেস সামিটটির অন্যতম স্পনসর প্রতিষ্ঠান বাংলাদেশের শ্রেষ্ঠ ডটকম। দুই মাস আগে দেশের ই-কমার্স প্রতিষ্ঠান শ্রেষ্ঠ ডটকমের পিআর অ্যান্ড হেড অব কমিউনিকেশন হিসেবে কাজ শুরু করেছেন নিরব। তাই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজনেস সামিটে থাকবেন তিনি। পাশাপাশি অংশ নেবেন সামিটের সাংস্কৃতিক আয়োজনে। সেই আয়োজনে বাংলাদেশের আরও বেশ কজন তারকা শিল্পীর অংশগ্রহণের কথা রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা, ববি, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর প্রমুখ। সামিট অনুষ্ঠিত হবে দুবাইয়ের আবু জায়েদ স্ট্রিটের ক্রাউন প্লাজার একটি সেভেন স্টার হোটেলে।
সামিট শেষে নিরব অংশ নেবেন ট্র্যাভেল শোর শুটিংয়ে। আরব আমিরাতের বিভিন্ন শহরে ঘুরবেন নিরব ও তাঁর দল। তাঁদের সঙ্গে বিভিন্ন পর্বে অংশ নেবেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও খ্যাতিমান ব্যক্তিরা। ১০ পর্বের ট্র্যাভেল শোটি নির্মাণ করবেন আফতাব বিন তমিজ। প্রচারিত হবে এটিএন বাংলায়। আগেও আফতাব বিন তমিজের পরিচালনায় দুবাই ও কানাডার দুটি ট্র্যাভেল শো সঞ্চালনা করেছেন নিরব।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১৬ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১ দিন আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১ দিন আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১ দিন আগে