১০ পর্বের একটি ট্র্যাভেল শোর শুটিং করতে এবং গ্লোবাল বিজনেস সামিটে অংশ নিতে দুবাই যাচ্ছেন চিত্রনায়ক নিরব। ২৭ সেপ্টেম্বর দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে তাঁর। থাকবেন দুই সপ্তাহ।
নিরব জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীরা সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে গ্লোবাল বিজনেস সামিট ২০২১-এ অংশ নিচ্ছেন। বিজনেস সামিটটির অন্যতম স্পনসর প্রতিষ্ঠান বাংলাদেশের শ্রেষ্ঠ ডটকম। দুই মাস আগে দেশের ই-কমার্স প্রতিষ্ঠান শ্রেষ্ঠ ডটকমের পিআর অ্যান্ড হেড অব কমিউনিকেশন হিসেবে কাজ শুরু করেছেন নিরব। তাই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজনেস সামিটে থাকবেন তিনি। পাশাপাশি অংশ নেবেন সামিটের সাংস্কৃতিক আয়োজনে। সেই আয়োজনে বাংলাদেশের আরও বেশ কজন তারকা শিল্পীর অংশগ্রহণের কথা রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা, ববি, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর প্রমুখ। সামিট অনুষ্ঠিত হবে দুবাইয়ের আবু জায়েদ স্ট্রিটের ক্রাউন প্লাজার একটি সেভেন স্টার হোটেলে।
সামিট শেষে নিরব অংশ নেবেন ট্র্যাভেল শোর শুটিংয়ে। আরব আমিরাতের বিভিন্ন শহরে ঘুরবেন নিরব ও তাঁর দল। তাঁদের সঙ্গে বিভিন্ন পর্বে অংশ নেবেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও খ্যাতিমান ব্যক্তিরা। ১০ পর্বের ট্র্যাভেল শোটি নির্মাণ করবেন আফতাব বিন তমিজ। প্রচারিত হবে এটিএন বাংলায়। আগেও আফতাব বিন তমিজের পরিচালনায় দুবাই ও কানাডার দুটি ট্র্যাভেল শো সঞ্চালনা করেছেন নিরব।
১০ পর্বের একটি ট্র্যাভেল শোর শুটিং করতে এবং গ্লোবাল বিজনেস সামিটে অংশ নিতে দুবাই যাচ্ছেন চিত্রনায়ক নিরব। ২৭ সেপ্টেম্বর দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে তাঁর। থাকবেন দুই সপ্তাহ।
নিরব জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীরা সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে গ্লোবাল বিজনেস সামিট ২০২১-এ অংশ নিচ্ছেন। বিজনেস সামিটটির অন্যতম স্পনসর প্রতিষ্ঠান বাংলাদেশের শ্রেষ্ঠ ডটকম। দুই মাস আগে দেশের ই-কমার্স প্রতিষ্ঠান শ্রেষ্ঠ ডটকমের পিআর অ্যান্ড হেড অব কমিউনিকেশন হিসেবে কাজ শুরু করেছেন নিরব। তাই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজনেস সামিটে থাকবেন তিনি। পাশাপাশি অংশ নেবেন সামিটের সাংস্কৃতিক আয়োজনে। সেই আয়োজনে বাংলাদেশের আরও বেশ কজন তারকা শিল্পীর অংশগ্রহণের কথা রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা, ববি, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর প্রমুখ। সামিট অনুষ্ঠিত হবে দুবাইয়ের আবু জায়েদ স্ট্রিটের ক্রাউন প্লাজার একটি সেভেন স্টার হোটেলে।
সামিট শেষে নিরব অংশ নেবেন ট্র্যাভেল শোর শুটিংয়ে। আরব আমিরাতের বিভিন্ন শহরে ঘুরবেন নিরব ও তাঁর দল। তাঁদের সঙ্গে বিভিন্ন পর্বে অংশ নেবেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও খ্যাতিমান ব্যক্তিরা। ১০ পর্বের ট্র্যাভেল শোটি নির্মাণ করবেন আফতাব বিন তমিজ। প্রচারিত হবে এটিএন বাংলায়। আগেও আফতাব বিন তমিজের পরিচালনায় দুবাই ও কানাডার দুটি ট্র্যাভেল শো সঞ্চালনা করেছেন নিরব।
২০১২ সালের দিকে কলকাতার এক কনসার্টে আইয়ুব বাচ্চু ও আমি গেয়েছিলাম। আমার পর ও উঠেছিল মঞ্চে। অনেক রাত পর্যন্ত গেয়েছিল। আমি বাসা থেকে ফ্রেশ হয়ে ওর হোটেলে অপেক্ষা করছিলাম দেখা করার জন্য। ও এসেই আমাকে বলল, আমার একটাই ইন্টারেস্ট আছে, পার্ক স্ট্রিটের নাইট ক্লাবে বাজাব।
১২ ঘণ্টা আগে২০২২ সালে সংগীতশিল্পী সিঁথি সাহা জানতে পারেন, তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হলেও ভেঙে পড়েননি সিঁথি। চিকিৎসা চালিয়ে গেছেন। অপারেশন ও কেমোথেরাপির পর এখন পুরোপুরি সুস্থ তিনি। এর মধ্যে সন্তানের মা হয়েছেন। একেবারে কাছের কয়েকজন ছাড়া কেউ জানত না সিঁথির অসুস্থতার কথা।
১২ ঘণ্টা আগেহলিউডে নীরবে উঠে আসছে এক নতুন প্রজন্ম। এরই মধ্যে বিভিন্ন সিনেমায় নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছেন তাঁরা। এই নতুন তারকারা জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে এবং সমালোচকদের কলমে। আগামী কয়েক বছরের মধ্যে তাঁদের হাতেই যাবে হলিউডের রাজত্ব।
১২ ঘণ্টা আগেঅস্কারজয়ী ভারতীয় সুরকার ও গায়ক এ আর রাহমানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়—ধর্মান্তর এবং সুফি ইসলাম গ্রহণ। এ নিয়ে একাধিকবার খোলাখুলি কথা বলেছেন তিনি। ২০১৫ সালে প্রকাশিত নাসীর মুন্নি কবিরের লেখা ‘এ আর রাহমান: দ্য স্পিরিট অব মিউজিক’ গ্রন্থে তিনি জানান কীভাবে একজন হিন্দু জ্যোতিষী তাঁর জন্য
১ দিন আগে