১৩১ মিলিমিটার বৃষ্টিতে শুধু নিউমার্কেটেই ক্ষতি ২০ কোটি টাকা
শুক্রবার সকালে তিন ঘণ্টার বৃষ্টিতে কোমরপানিতে ডুবে যায় ঢাকা নিউমার্কেট এলাকার। সেই পানি জমে থাকে পরের দিন শনিবার বিকেল পর্যন্ত। এতে ভিজে যায় নিচতলার বিভিন্ন দোকানের কাপড়, বই, ব্যাগ, ইলেকট্রনিক সামগ্রীসহ সব ধরনের মালপত্র। নিউমার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছেন, জলাবদ্ধতার কারণে তাঁদের অন্তত ২০ কোটি টাকার