বগুড়া প্রতিনিধি
বগুড়া সদর থানা সংলগ্ন নিউ মার্কেটে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানটি থেকে প্রায় ১২০ ভরি স্বর্ণালংকার খোয়া গেছে বলে দাবি করেছেন মালিকপক্ষ। আজ শনিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এর আগে শুক্রবার রাতের কোনো এক সময়ে আল তৌফিক জুয়েলার্স নামের ওই প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে।
জুয়েলার্সের মালিক কামরুল হোসেন আজকের পত্রিকাকে জানান, শনিবার বেলা সোয়া ১১টার দিকে দোকানের ম্যানেজার তাঁর মোবাইল ফোনে কল দিয়ে জানায় যে দোকানের তালা ভাঙা এবং দোকান খোলা। এ ছাড়াও মেঝেতে স্বর্ণের কিছু জিনিসও পড়ে আছে। খবর পেয়ে তিনি দোকানে যান। মার্কেটের ব্যবসায়ী ও মালিক সমিতির নেতারাও তখন তার দোকানে পৌঁছান। তারা বিষয়টি থানা-পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
কামরুল হোসেন বলেন, ‘দোকানে সিসিটিভি ক্যামেরা থাকলেও রাতে বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়ায় সেটি সচল ছিল না। দোকানের প্রায় ১২০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।’
জুয়েলার্সের ম্যানেজার ধলু মিয়া বলেন, ‘রাতে দোকানের ডিসপ্লেতে যে স্বর্ণালংকার ছিল, দোকানে এসে সেগুলোর একটাও পাওয়া যায়নি। দোকানের সিন্দুকে (লকার) থাকা সোনা ও গয়না চোরেরা নিতে পারেনি।’
এ ঘটনায় বগুড়া নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শামীম সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘মার্কেটের নিরাপত্তা (সিকিউরিটি) আরও বাড়ানো দরকার। দোকানিরা দীর্ঘদিন ধরে নিরাপত্তা প্রহরীর টাকা বাকি রাখে, এর ফলে প্রহরীর সংখ্যা বাড়ানো সম্ভব হয় না। মার্কেটে সকল দোকানিকে সিসিটিভি ক্যামেরা লাগানোর কথাও বলা হয়েছে। এবার নিরাপত্তার বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ফইম উদ্দিন বলেন, ‘নিউ মার্কেটে জুয়েলারি দোকানে চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টির তদন্ত শুরু করা হয়েছে।’ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তৎপরতা চালানো হচ্ছে বলেও জানান তিনি।
বগুড়া সদর থানা সংলগ্ন নিউ মার্কেটে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানটি থেকে প্রায় ১২০ ভরি স্বর্ণালংকার খোয়া গেছে বলে দাবি করেছেন মালিকপক্ষ। আজ শনিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এর আগে শুক্রবার রাতের কোনো এক সময়ে আল তৌফিক জুয়েলার্স নামের ওই প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে।
জুয়েলার্সের মালিক কামরুল হোসেন আজকের পত্রিকাকে জানান, শনিবার বেলা সোয়া ১১টার দিকে দোকানের ম্যানেজার তাঁর মোবাইল ফোনে কল দিয়ে জানায় যে দোকানের তালা ভাঙা এবং দোকান খোলা। এ ছাড়াও মেঝেতে স্বর্ণের কিছু জিনিসও পড়ে আছে। খবর পেয়ে তিনি দোকানে যান। মার্কেটের ব্যবসায়ী ও মালিক সমিতির নেতারাও তখন তার দোকানে পৌঁছান। তারা বিষয়টি থানা-পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
কামরুল হোসেন বলেন, ‘দোকানে সিসিটিভি ক্যামেরা থাকলেও রাতে বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়ায় সেটি সচল ছিল না। দোকানের প্রায় ১২০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।’
জুয়েলার্সের ম্যানেজার ধলু মিয়া বলেন, ‘রাতে দোকানের ডিসপ্লেতে যে স্বর্ণালংকার ছিল, দোকানে এসে সেগুলোর একটাও পাওয়া যায়নি। দোকানের সিন্দুকে (লকার) থাকা সোনা ও গয়না চোরেরা নিতে পারেনি।’
এ ঘটনায় বগুড়া নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শামীম সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘মার্কেটের নিরাপত্তা (সিকিউরিটি) আরও বাড়ানো দরকার। দোকানিরা দীর্ঘদিন ধরে নিরাপত্তা প্রহরীর টাকা বাকি রাখে, এর ফলে প্রহরীর সংখ্যা বাড়ানো সম্ভব হয় না। মার্কেটে সকল দোকানিকে সিসিটিভি ক্যামেরা লাগানোর কথাও বলা হয়েছে। এবার নিরাপত্তার বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ফইম উদ্দিন বলেন, ‘নিউ মার্কেটে জুয়েলারি দোকানে চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টির তদন্ত শুরু করা হয়েছে।’ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তৎপরতা চালানো হচ্ছে বলেও জানান তিনি।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক গুজব ছড়ানো হচ্ছে। কোনো ধরনের তথ্য যাচাই ছাড়া এ ধরনের গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। যে কেউ এ বিষয়ে তদন্ত করতে চাইলে সেনাবাহিনী সহযোগিতা করবে বলেও জানিয়েছে বাহিনী।
১ মিনিট আগেগাজীপুর মহানগরীর জয়দেবপুর রেল স্টেশনে প্রবেশের সময় আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে করে ঢাকার সাথে উত্তরাঞ্চলের (ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ) একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও অপর একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
১৮ মিনিট আগেবিমান দুর্ঘটনায় নিহত রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহেরিন চৌধুরীর সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ করেছে নীলফামারী জেলা প্রশাসন। আজ বুধবার (২৩ জুলাই) সকালে জেলার জলঢাকা পৌর এলাকার বগুলাগাড়ি চৌধুরীপাড়াস্থ পারববারিক কবরস্থানে যান প্রশাসনের কর্মকর্তারা।
২৪ মিনিট আগেময়মনসিংহের নান্দাইলে এক পোশাক শ্রমিক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গতকাল মঙ্গলবার নান্দাইল মডেল থানায় ৪ জনের নামে মামলা দায়ের করেন। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার।
৩৩ মিনিট আগে