এই অনিরাপত্তা ও অস্থিরতার শেষ কোথায়
উত্তাল সময়, অস্থির পরিস্থিতি—এই শব্দগুলো যেন পিছু ছাড়ছে না। পথে-ঘাটে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম ভরে যাচ্ছে আতঙ্কিত মুখ আর উদ্বেগজনক লেখা দিয়ে। নিরাপদে নেই জনপদ। বাসে, ট্রেনে, বাড়িতে—সর্বত্র মানুষ থাকলেও নিরাপত্তা উধাও।