চ্যাম্পিয়নস লিগ খেলতে গেছেন বাংলাদেশের ৪ নারী ফুটবলার
জাতীয় দলের নারী ফুটবলাররা আছেন ১০ দিনের ছুটিতে। চার ফুটবলার—সাবিনা খাতুন, মারিয়া মান্দা, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা গেছেন ভুটান। রয়েল থিম্পু কলেজ এফসির হয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগে খেলবেন তাঁরা। ১০-৩১ আগস্ট পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন এ চার ফুটবলার।