কাঠমান্ডুর রঙ্গশালায় তখন উৎসবের আমেজ। আনন্দটা বাংলাদেশ নারী দলের টানা দুবার সাফের শিরোপাজয়ের। সাবিনা খাতুনরা বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে দিয়েছেন ল্যাপ অব অনার। উৎসবমুখর রাতে অসংখ্য ক্যামেরার লেন্স স্বাভাবিকভাবেই ছিল সাফজয়ীদের দিকেই ফোকাস করা।
বাংলাদেশের শিরোপাজয়ের পর ঋতুপর্ণা চাকমার চোখে-মুখে দেখা গেছে উচ্ছ্বাস। থাকবে না-ই বা কেন? এবারের সাফে তিনিই হয়েছেন টুর্নামেন্টের সেরা ফুটবলার। পেয়েছেন ৫০ হাজার নেপালি রুপি অর্থ পুরস্কার। ম্যাচ শেষে তাঁর কাছে প্রশ্ন—পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন? টুর্নামেন্ট-সেরা খেলোয়াড় বললেন, ‘সতীর্থদের খাওয়াব। বাকি টাকা দিয়ে মায়ের জন্য কিছু জিনিস নিয়ে যাব।’
‘নেপাল, নেপাল’ স্লোগান ও নেপালের পতাকা হাতে দর্শকের ভিড় দেখা গেছে কাঠমান্ডুর রঙ্গশালা স্টেডিয়ামে। একটা পর্যায়ে ম্যাচ ছিল ১-১ সমতায়। ৮০ মিনিটে দুর্দান্ত এক গোলে বাংলাদেশকে এগিয়ে নেন ঋতুপর্ণা। গোলের পর চুপ করে থাকার ভঙ্গিতে উদ্যাপন করেন তিনি। কেন এই উদ্যাপন, সেই ব্যাখ্যায় ঋতুপর্ণা বলেন, ‘আজকে আমার চিন্তাভাবনা ছিল যে যদি গোল করতে পারি, তাহলে এই উদ্যাপন করব। তাদের চুপ করানোর জন্যই এমন উদ্যাপন করেছি (চুপ করে থাকার ভঙ্গিতে উদ্যাপন)।’
এবারের সাফে ঋতুপর্ণা করেছেন ২ গোল। সেটার চেয়েও বড় ‘ইমপ্যাক্ট’ তিনি রেখেছেন গোল বানিয়ে দেওয়ার ক্ষেত্রে। টুর্নামেন্ট-সেরা খেলোয়াড় হওয়ার অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি যে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হব, এটা কখনো ভাবিনি। এটা পেয়েছি আপনাদের দোয়ায়। খুব ভালো লাগছে।’
অপরাজিত হয়েই এবারের নারী সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ। সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ টুর্নামেন্টে করেছে ১৩ গোল। হজম করেছে ৪ গোল।
কাঠমান্ডুর রঙ্গশালায় তখন উৎসবের আমেজ। আনন্দটা বাংলাদেশ নারী দলের টানা দুবার সাফের শিরোপাজয়ের। সাবিনা খাতুনরা বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে দিয়েছেন ল্যাপ অব অনার। উৎসবমুখর রাতে অসংখ্য ক্যামেরার লেন্স স্বাভাবিকভাবেই ছিল সাফজয়ীদের দিকেই ফোকাস করা।
বাংলাদেশের শিরোপাজয়ের পর ঋতুপর্ণা চাকমার চোখে-মুখে দেখা গেছে উচ্ছ্বাস। থাকবে না-ই বা কেন? এবারের সাফে তিনিই হয়েছেন টুর্নামেন্টের সেরা ফুটবলার। পেয়েছেন ৫০ হাজার নেপালি রুপি অর্থ পুরস্কার। ম্যাচ শেষে তাঁর কাছে প্রশ্ন—পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন? টুর্নামেন্ট-সেরা খেলোয়াড় বললেন, ‘সতীর্থদের খাওয়াব। বাকি টাকা দিয়ে মায়ের জন্য কিছু জিনিস নিয়ে যাব।’
‘নেপাল, নেপাল’ স্লোগান ও নেপালের পতাকা হাতে দর্শকের ভিড় দেখা গেছে কাঠমান্ডুর রঙ্গশালা স্টেডিয়ামে। একটা পর্যায়ে ম্যাচ ছিল ১-১ সমতায়। ৮০ মিনিটে দুর্দান্ত এক গোলে বাংলাদেশকে এগিয়ে নেন ঋতুপর্ণা। গোলের পর চুপ করে থাকার ভঙ্গিতে উদ্যাপন করেন তিনি। কেন এই উদ্যাপন, সেই ব্যাখ্যায় ঋতুপর্ণা বলেন, ‘আজকে আমার চিন্তাভাবনা ছিল যে যদি গোল করতে পারি, তাহলে এই উদ্যাপন করব। তাদের চুপ করানোর জন্যই এমন উদ্যাপন করেছি (চুপ করে থাকার ভঙ্গিতে উদ্যাপন)।’
এবারের সাফে ঋতুপর্ণা করেছেন ২ গোল। সেটার চেয়েও বড় ‘ইমপ্যাক্ট’ তিনি রেখেছেন গোল বানিয়ে দেওয়ার ক্ষেত্রে। টুর্নামেন্ট-সেরা খেলোয়াড় হওয়ার অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি যে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হব, এটা কখনো ভাবিনি। এটা পেয়েছি আপনাদের দোয়ায়। খুব ভালো লাগছে।’
অপরাজিত হয়েই এবারের নারী সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ। সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ টুর্নামেন্টে করেছে ১৩ গোল। হজম করেছে ৪ গোল।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১২ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১২ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১৩ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৪ ঘণ্টা আগে