Ajker Patrika

কলসিন্দুরের ঘরে ঘরে আনন্দ

ময়মনসিংহ প্রতিনিধি
কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের সামনে অধ্যাপক মালা রানী সরকারসহ অন্যরা। ছবিটি গতকাল তোলা। ছবি: আজকের পত্রিকা
কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের সামনে অধ্যাপক মালা রানী সরকারসহ অন্যরা। ছবিটি গতকাল তোলা। ছবি: আজকের পত্রিকা

টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে বাংলাদেশ দলে থাকা খেলোয়াড়দের মধ্যে ছয়জন ছিলেন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তাই কলসিন্দুরের ঘরে ঘরে এখন আনন্দ। চলছে মিষ্টি বিতরণও।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নারী ফুটবলের আঁতুড়ঘর হিসেবে খ্যাত কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজে মিষ্টি বিতরণ করা হয়। এ বছরের সাফ টুর্নামেন্টে অংশ নিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক চার এবং বর্তমান দুজনসহ মোট ছয় শিক্ষার্থী। তাঁরা হলেন শামসুন নাহার সিনিয়র, শামসুন নাহার জুনিয়র, তহুরা, সানজিদা, শিউলী আজীম ও মারিয়া মান্দা।

কলেজমাঠে মিষ্টি বিতরণের সময় সেখানে ৩৪ খুদে নারী ফুটবলার উপস্থিত ছিল। উপস্থিত ছিলেন কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের ফুটবলকন্যাদের মা খ্যাত অধ্যাপক মালা রানী সরকার, ফুটবল কোচ জুয়েল মিয়া প্রমুখ।

কোচ জুয়েল মিয়া বলেন, ‘এমন জয়ে দেশবাসীসহ কলসিন্দুরবাসী আনন্দিত। মেয়েদের এমন সাফল্যের ধারা অব্যাহত থাকুক।’

অধ্যাপক মালা রানী সরকার বলেন, ‘কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের নারী ফুটবল দলের শুরু থেকেই আমি ছিলাম, এখনো আছি। আমরা প্রত্যাশা করি, নারী ফুটবলার তাদের জয়ের ধারা অব্যাহত রাখবে এবং দেশবাসীকে এভাবে সব সময় আনন্দিত রাখবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত