Ajker Patrika

তবে কি ফেব্রুয়ারি উইন্ডো ফাঁকাই যাবে

অনলাইন ডেস্ক
সাফজয়ী বাংলাদেশ নারী দল। ফাইল ছবি
সাফজয়ী বাংলাদেশ নারী দল। ফাইল ছবি

গত ডিসেম্বরে শোনা গিয়েছিল নতুন বছরের ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই হিসেবে দুই দেশকে আমন্ত্রণও জানায় বাফুফে। কিন্তু ফেব্রুয়ারির উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা এখন ক্ষীণ।

আজ বাফুফের নারী ফুটবল উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘আমরা ফেব্রুয়ারিতে খেলতে চেয়েছিলাম। কিন্তু নানান কারণে খেলা হচ্ছে না। তাই মার্চে ম্যাচ খেলতে চাই।’

কিরণের কথা যদি সত্যি হয় তাহলে ফেব্রুয়ারিতে আর মাঠে নামা হচ্ছে না সাবিনাদের। এরপর ফিফা উইন্ডো ৩১ মার্চ থেকে ৮ এপ্রিল। এই সময়ে দুটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। সেটা যদি কাজে লাগাতে পারে বাফুফে, অন্তত মেয়েদের এশিয়ান কাপ বাছাইয়ের আগে একটা প্রস্তুতি তো হবেই।

এ দিকে লম্বা ছুটি শেষে নারী দল ক্যাম্পে ফিরছে ১৫ জানুয়ারি। কোচ হিসেবে থাকবেন ইংল্যান্ডের পিটার বাটলারই। তবে তিনি আসবেন ফেব্রুয়ারিতে। আর ২৩ জুন থেকে শুরু এশিয়ান কাপের বাছাই পর্ব। তার আগে চারটি ফিফা উইন্ডো পাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই চার উইন্ডোতে পর্যায়ক্রমে নয়টি ম্যাচ খেলার সুযোগ রয়েছে মেয়েদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত