মামলার চাপের মধ্যেও উজ্জ্বল সাকিব, কীভাবে সম্ভব বললেন শান্ত
মাঠের ছন্দের পাশাপাশি বাইরের বিতর্ক, দুই মিলিয়ে অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বিমত করার মানুষ নগণ্যই হওয়ার কথা। কয়েক বছর ধরে বিতর্কের আবরণে ক্রিকেটার পরিচয়টা করছিল হাঁসফাঁস। স্পষ্ট করে বললে, আওয়ামী লীগের নমিনেশনপত্র নেওয়ার পর থেকে সাকিব প্রসঙ্গে সমর্থকেরা দ্বিখণ্ড।