Ajker Patrika

পাকিস্তানকে গুঁড়িয়ে এবার ভারতের ওপর নজর বাংলাদেশের 

পাকিস্তানকে গুঁড়িয়ে এবার ভারতের ওপর নজর বাংলাদেশের 

ঐতিহাসিক—ক্রিকেটে শব্দটির শব্দে বাংলাদেশের পরিচয় অনেকবার হয়েছে। তবে এবারেরটি একটু ভিন্নরকম। পাকিস্তান সফরে কী ইতিহাসই না গড়লেন নাজমুল হোসেন শান্তরা! বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের বিপক্ষে প্রথম টেস্ট জয়,২-০ ব্যবধানে ব্যবধানে সিরিজ জিতে হোয়াইটওয়াশ—এশিয়ার ক্রিকেট পরাশক্তিদের বিপক্ষে এমন কীর্তি গড়ার পর উচ্ছ্বসিত না হয়ে পারেন শান্তরা! 

আজ রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৬ উইকেটে জয় নিশ্চিত হওয়ার পর উদ্‌যাপনে মেতে ওঠেন বাংলাদেশি ক্রিকেটাররা। ম্যাচ শেষে শান্তও উচ্ছ্বাসের সঙ্গে বলেন, ‘ (এই জয়) অনেক কিছু, ভাষায় প্রকাশ করতে পারছি। সত্যিই উচ্ছ্বসিত। আমরা এখানে জিততে চেয়েছিলাম এবং খুব আনন্দিত যে, সবাই তাদের কাজটা করেছে। খুবই ইম্প্রেসিভ (চিত্তাকর্ষক), আমাদের পেসাররা দুর্দান্ত করেছে এবং এই কারণে এই ফল পেলাম। সবাই নিজেদের কাছে আত্মবিশ্বাসী ছিল এবং তারা জিততে চেয়েছে। আশার করি, তারা এটা ধরে রাখবে। সাদমান যেভাবে প্রথম টেস্টে ব্যাট করেছে তা সত্যি অসাধারণ। জাকির এই (দ্বিতীয়) টেস্টে ইতিবাচক ব্যাট করেছে এবং আমাদের মোমেন্টাম এনে দিয়েছে।’ 

পাকিস্তান সফর শেষ। এই মাসে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে আরেক প্রতিবেশী ভারত সফরে যাবেন শান্তরা। বাংলাদেশ অধিনায়ক চান এই সিরিজেও তাঁর সতীর্থরা এমন পারফরম্যান্স ধরে রাখুক। তিনি বলেছেন, ‘পরের সিরিজ খুব গুরুত্বপূর্ণ এবং এই জয় আমাদের প্রচুর আত্মবিশ্বাস জোগাবে। আমাদের মুশি (মুশফিকুর রহিম) ও সাকিবের (সাকিব আল হাসান) মতন অভিজ্ঞরা আছেন। তাঁরা ভারত সফরের জন্য দলে খুবই গুরুত্বপূর্ণ। মিরাজ যেভাবে বল করল এবং এই কন্ডিশনে ৫ উইকেট পেল তা খুবই ইম্প্রেসিভ। আশা করি, সে ভারতের বিপক্ষেও একই কাজ করবে। সবাই ভূমিকা রেখেছে। বিশেষ করে, যারা সুযোগ পায়নি তারাও। যে চারজন একাদশে ছিল না তারাও চমৎকার ফিল্ডিংয়ে দলে ভূমিকা রেখেছে। আমি আশা করি, এই সংস্কৃতি চলমান থাকবে। কোচ বললেই পার্টি হবে। আমাদের যেতেও হবে তবে যাবো ভালো ভাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত