দেশে কাপড়ের বৃহৎ পাইকারি বাজার: ভরা মৌসুমেও বাবুরহাটে মন্দা
গ্যাস, বিদ্যুৎ, সুতাসহ কাপড় তৈরির উপকরণের দাম বাড়ায় বেড়েছে দেশীয় সব ধরনের কাপড়ের উৎপাদন খরচ। ফলে বেড়েছে সব ধরনের দেশীয় কাপড়ের দামও। এতে দেশের অন্যতম বৃহৎ পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর-বাবুরহাটে বেচাকেনা কমেছে।