পেগাসাস, নজরদারি এবং কর্তৃপক্ষীয় কান
দেয়ালেরও কান আছে বলে একটি কথা বেশ প্রচলিত। এই কথার মধ্যেই রয়েছে একটা শঙ্কার আবহ। ব্যক্তিগত বা গোপন আলাপ গোপন রাখতে পারা–না পারা নিয়ে সংশয়। এই কথা যেমন একটি আলাপচারিতার দৃশ্যকে সামনে আনে, ঠিক তেমনি সামনে আনে আড়িপাতার একটি দৃশ্যও। বাংলা সিনেমায় এমন দৃশ্য বহুবার দেখানো হয়েছে। যেখানে মোটাদাগে দেখিয়ে দেও