Ajker Patrika

পেগাসাসের কারণে নিশ্চিন্তে ঘুমাতে পারছে লাখ লাখ মানুষ: এনএসও

আপডেট : ২৪ জুলাই ২০২১, ১৭: ১৬
পেগাসাসের কারণে নিশ্চিন্তে ঘুমাতে পারছে লাখ লাখ মানুষ: এনএসও

পেগাসাসের কারণে বিশ্বের লাখ লাখ মানুষের রাতের ঘুম ভালো হচ্ছে বলে দাবি করেছে স্পাইওয়্যার সফটওয়্যারটির নির্মাণকারী প্রতিষ্ঠান এনএসও। ইসরায়েলি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একটি বিবৃতিতে এমনটি দাবি করা হয়েছে।

ইসরায়েলি কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, পেগাসাস সফটওয়্যারটি নিরাপত্তারক্ষী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাদের কাছে থাকার কারণে বিশ্বের লাখ লাখ মানুষের রাতে ভালোভাবে ঘুমাতে পারছেন। কোম্পানিটির পক্ষ থেকে আরও দাবি করা হয় যে তারা এই সফটওয়্যারটির পরিচালনা করে না এবং এতে থাকা তথ্যও তাদের কাছে নাই।

ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি স্পাইওয়্যার সফটওয়্যার পেগাসাস। এটি ব্যবহার করে বিশ্বের দেশে দেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়িপাতার ঘটনা ফাঁস হয়েছে। গত ১৮ জুলাই ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানসহ ১৬টি সংবাদপত্র এই হ্যাকিংয়ের ঘটনা ফাঁস করেছে। ফাঁস হওয়া একটি ডেটাবেইসে ৫০ হাজার ফোন নম্বর পায় প্যারিসভিত্তিক সংস্থা ফরবিডেন স্টোরিজ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, পরে তারা গার্ডিয়ান, দ্য অয়্যারসহ ১৬টি সংবাদমাধ্যমকে তা জানায়। তারা সবাই মিলে এই অনুসন্ধানের নাম দিয়েছে ‘পেগাসাস প্রজেক্ট’। গার্ডিয়ান জানিয়েছে, ফাঁস হওয়া ডেটাবেইসে ৫০ হাজারের বেশি ফোন নম্বর পাওয়া গেছে। এদের মধ্যে এক হাজারের বেশি ফোন নম্বর ছিল ভারতের। ধারণা করা হচ্ছে, ২০১৬ সাল থেকে এনএসওর গ্রাহক এদের বিষয়ে তৎপর ছিল।

এ নিয়ে এনএসও-এর একজন মুখ পাত্র বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং অন্যান্য অ্যাপের মাধ্যমে আদান প্রদান করা ম্যাসেজ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের নিরাপত্তারক্ষী বাহিনী অন্ধকারে ডুবে থাকে আর এ জন্যই এনএসও কোম্পানি বিশ্বের বিভিন্ন দেশের সরকারকে নজরদারির এই সফটওয়্যার দিয়ে থাকে। একটি নিরাপদ বিশ্ব তৈরির জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে ২০১৯ সালে একটি লিখিত বক্তব্য দিয়েছিল ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও। তখনই ভারতে সফটওয়্যারটির অপব্যবহারের বিষয়টি সামনে আসে। ওই লিখিত বক্তব্যে এনএসও-এর পক্ষ থেকে বলা হয়, আমাদের পণ্য গুরুতর অপরাধ এবং সন্ত্রাসবাদ ঠেকাচ্ছে। যদি সফটওয়্যারটির কোনো অপব্যবহারের অভিযোগ খুঁজে পাই আমরা ব্যবস্থা নেব।

ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের উদ্ভাবিত স্পাইওয়্যার সফটওয়্যার পেগাসাস বিভিন্ন দেশে নজরদারির কাজে ব্যবহৃত হয়েছে কি-না তা খতিয়ে দেখতে একটি কমিশন গঠন করেছে। ইসরায়েলের সংসদের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা কমিটির পক্ষ থেকে আজ বৃহস্পতিবার এমনটি জানানো হয়েছে।

এ নিয়ে ইসরায়েলের আইন প্রণেতা রাম বেন বারাক ইসরায়েলি গণমাধ্যম আর্মি রেডিওকে বলেন, প্রতিরক্ষা সংস্থা বেশ কয়েকটি গ্রুপ নিয়ে গঠিত একটি পর্যালোচনা কমিশন নিয়োগ করেছে।

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক উপপ্রধান বলেন, যখন এই পর্যালোচনা শেষ হবে আমরা এর ফলাফল দেখব এবং কোনো সংশোধন হলে প্রয়োজন হলে করব।

ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও এই কমিশনকে স্বাগত জানিয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা শালেভ হুলিও আর্মি রেডিওকে এ নিয়ে বলেন, খুব খুশি হবো যদি তদন্ত হয়। এর মাধ্যমে আমাদের ওপর যে দোষারোপ করা হচ্ছে সেটি থেকে আমরা মুক্তি পেতে পারি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত