কান্না ভাইরাল হওয়া শিশু পেল প্রধানমন্ত্রীর উপহার
হাসপাতালের স্ট্রেচারে চাদরে মোড়ানো বাবার নিথর মরদেহ। তার পাশেই অঝোরে কাঁদছে ছোট্ট শিশু মরিয়ম। আর বলছে, ‘আমার আব্বু কথা বলে না কেন, আব্বুকে কেউ জাগিয়ে তোলো। বাবা কি মারা গেছে, আর কি কথা বলবে না।’ এমন একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয় গত বছরের জুলাই মাসে।