দৌলতপুরে প্রতিপক্ষের হামলা ও অগ্নিসংযোগ, আহত অন্তত ১৫
কুষ্টিয়ার দৌলতপুরে বিবদমান বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অগ্নিদগ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ৫টি বাড়িতে অগ্নিসংযোগ করে গবাদিপশু, আসবাবপত্র ও সম্পদ লুটের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার চিলমারী ইউনিয়নের দুর্গম চিলমারীর চর বাজার সংলগ্ন উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।