বন্যায় ২ হাজার ৫৫০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত
জামালপুরের দেওয়ানগঞ্জে এ বছরের বন্যায় ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। দেওয়ানগঞ্জ সদর, চুকাইবাড়ি, চিকাজানী, বাহাদুরাবাদ, হাতীভাঙা, ডাংধরাসহ ৮টি ইউনিয়নে এ ক্ষতি হয়। বন্যার পানিতে আমন ধানের চারা নষ্ট হয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছেন এসব ইউনিয়নের কৃষকেরা।