ঝিনাইদহে তিনজনকে গুলি করে হত্যা
ঝিনাইদহের শৈলকুপায় তিনজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ত্রিবেণি শ্মশান খাল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ‘রাত ৯টার দিকে বেশ কিছু গুলির শব্দ শুনতে পাই। পরে পুলিশ আসলে বাইরে বেরিয়ে দেখি তিনটি লাশ পড়ে আছে।