ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখার সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস (২৫) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আয়াস জানায়, নেত্রকোনার শ্যামগঞ্জ থেকে ময়মনসিংহ পাটগুদাম বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে চার-পাঁচজন সন্ত্রাসী যুবক তাঁকে ঘিরে ধরে নানান গালিগালাজ করেন এবং তাঁকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে আয়াসের মাথা, পায়ে ও শরীরের দু-এক জায়গায় ছুরির আঘাত লাগে। পরে সন্ত্রাসীরা দৌড়ে চলে যায়। এ সময় আয়াস তাঁর পরিচিতজনদের ফোন করলে স্থানীয় লোকদের সহায়তায় আয়াসকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে দ্রুত ভর্তি করান এবং চিকিৎসা শুরু করেন।
আয়াস জানান, যাঁরা হামলা করেছেন তিনি তাঁদের চেনেন না। বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের পর থেকেই হামলাকারীরা মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। এ ঘটনার পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
জানতে চাইলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক সাকিব হাসান বেলাল বলেন, আয়াসের মাথা, পেট ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে অবস্থা খুব গুরুতর নয়। রিপোর্ট হাত পেলেই বলা যাবে কতটুকু গুরুতর। সঠিক চিকিৎসা শেষে সে দ্রুতই সুস্থ হয়ে উঠবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব আলী হোসেন বলেন, ‘আমাদের আন্দোলনে আওয়ামী লীগের মতো সরকারের পতন হয়েছে। আওয়ামী লীগ ও তাদের দোসরদের মূল টার্গেট আমরা। যার কারণে আয়াসের ওপর আজকের হামলা। প্রশাসন কঠোর না হলে এসব হামলা আরও বাড়তে থাকবে। আমরা চাই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত যেন গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হয়।’
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনা তদন্ত শুরু করেছে। তবে তাঁকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেনি। সম্ভবত কয়েকজন মিলে তাঁকে মারধর করেছে। প্রত্যক্ষদর্শী ও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। ঘটনাটি প্রশাসন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কাজ করছে।
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখার সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস (২৫) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আয়াস জানায়, নেত্রকোনার শ্যামগঞ্জ থেকে ময়মনসিংহ পাটগুদাম বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে চার-পাঁচজন সন্ত্রাসী যুবক তাঁকে ঘিরে ধরে নানান গালিগালাজ করেন এবং তাঁকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে আয়াসের মাথা, পায়ে ও শরীরের দু-এক জায়গায় ছুরির আঘাত লাগে। পরে সন্ত্রাসীরা দৌড়ে চলে যায়। এ সময় আয়াস তাঁর পরিচিতজনদের ফোন করলে স্থানীয় লোকদের সহায়তায় আয়াসকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে দ্রুত ভর্তি করান এবং চিকিৎসা শুরু করেন।
আয়াস জানান, যাঁরা হামলা করেছেন তিনি তাঁদের চেনেন না। বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের পর থেকেই হামলাকারীরা মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। এ ঘটনার পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
জানতে চাইলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক সাকিব হাসান বেলাল বলেন, আয়াসের মাথা, পেট ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে অবস্থা খুব গুরুতর নয়। রিপোর্ট হাত পেলেই বলা যাবে কতটুকু গুরুতর। সঠিক চিকিৎসা শেষে সে দ্রুতই সুস্থ হয়ে উঠবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব আলী হোসেন বলেন, ‘আমাদের আন্দোলনে আওয়ামী লীগের মতো সরকারের পতন হয়েছে। আওয়ামী লীগ ও তাদের দোসরদের মূল টার্গেট আমরা। যার কারণে আয়াসের ওপর আজকের হামলা। প্রশাসন কঠোর না হলে এসব হামলা আরও বাড়তে থাকবে। আমরা চাই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত যেন গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হয়।’
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনা তদন্ত শুরু করেছে। তবে তাঁকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেনি। সম্ভবত কয়েকজন মিলে তাঁকে মারধর করেছে। প্রত্যক্ষদর্শী ও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। ঘটনাটি প্রশাসন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কাজ করছে।
পাবনার সাঁথিয়া উপজেলায় একই রাতে তিনটি বাড়ি থেকে দুটি (গাভি) গরু ও আটটি ছাগল চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে এসব চুরির ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, বুধবার (১৬ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার আত্রাইশুকা গ্রামের মোকছেদ মোল্লার ছেলে কৃষক ইব্রাহিম মোল্লার গোয়াল ঘর থেকে তালা ভেঙে দুটি...
৯ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রহনপুর ইউনিয়নের মিরাপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সাতজনকে আটকে করেছে।
২৪ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারার বরুমছড়ায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, নগদ টাকা ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় মো. আব্দুল মজিদ (৪২) নামে এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।
১ ঘণ্টা আগেসমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্টের পর দেশে স্বাধীনতাবিরোধী গোষ্ঠীর আস্ফালন বেড়ে গেছে। তারা পরিকল্পিতভাবে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর বক্তব্য দিচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
১ ঘণ্টা আগে