সাভারে নৈশপ্রহরী হত্যা: ঝগড়া থামাতে আসায় গুলি ছোড়েন মদ্যপ যুবক
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার রাত ১১টার দিকে ব্যবসায়ী মনির হোসেনের জামাতা রুবেল মদ্যপ অবস্থায় তাঁর চাচা শ্বশুর মুক্তার হোসেনকে (মনিরের ছোট ভাই) গালিগালাজ করতে থাকেন। এ নিয়ে রুবেল ও স্থানীয় কয়েকজনের মধ্যে ঝগড়া বাধে। এ সময় কেউ একজন নৈশপ্রহরী রুবেলকে ফোন কল করে ডেকে আনেন। নৈশপ্রহরী রুবেল ঘটনাস্থলে..