দুর্গাপুরে সাবেক এমপি, চেয়ারম্যান, মেয়রসহ ৭০ জনের নামে মামলা
রাজশাহীর দুর্গাপুরে সাবেক প্রতিমন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যানসহ ২০০ জন আওয়ামী লীগ নেতাকে আসামি করে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে দুর্গাপুর থানায় মামলা করেন উপজেলার চক জয়কৃঞ্চপুর গ্রামের শাহাদত হোসেন।