৫ বছরে তিন জেলায় সরিষার আবাদ বেড়েছে দ্বিগুণ
ডলারের দাম বৃদ্ধিসহ নানা কারণে গত কয়েক বছরে ভোজ্য তেলের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। আর এ ঘাটতি কমাতে তেলজাতীয় ফসলের আবাদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এতে করে গত পাঁচ বছরে উত্তরের জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে ধান, গম, ভুট্টা, আলুর পাশাপাশি সরিষার আবাদ বেড়েছে দ্বিগুণেরও বেশি।