দাউদকান্দিতে গ্রামীণ বনে ছেড়ে দেওয়া হলো জালে আটকে পড়া মেছো বিড়াল
কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের মহিষমারী গ্রামের ঘন ঝোপঝাড়, জঙ্গলে সাপ, শিয়াল, বেজি, গুইসাপ, বনবিড়াল ও মেছো বিড়ালের আস্তানা। গতকাল বুধবার সকালে গ্রামের মোস্তাক ওয়াজির বাড়ির গরুর ঘরে দুটি শাবকসহ একটি মা মেছো বিড়ালট দেখতে পায় কিশোর ও তরুণেরা। চিতা বাঘ মনে করে এগুলোকে ধাওয়া করে তারা।