Ajker Patrika

দাউদকান্দিতে হাবিব হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন 

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
দাউদকান্দিতে হাবিব হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন 

কুমিল্লার দাউদকান্দিতে সালিসে হাবিব ফকির নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে নাগেরকান্দি গ্রামে স্বজন ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন। 

হাবিব ফকিরের স্ত্রী হালিমা জানান, ‘আমার স্বামীকে এলাকার চিহ্নিত দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমার চার মেয়ে আর এক ছেলে। এক মেয়েকে বিয়ে দিয়েছি। বাকি সন্তানরা অনেক ছোট। এখন আমার সংসার চালানোর মতো কেউ নেই। কী করে সংসার চালব এই ভাবনায় আমি এখন দিশেহারা। আমি আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি করছি।’ 

হাবিব ফকিরের বোন কুলসুম বলেন, ‘আমরা ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আসামিরা মামলা উঠিয়ে না নিলে আমাদেরও মেরে ফেলারও হুমকি দিচ্ছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।’ 

স্থানীয় বাসিন্দা ইউনুস ফকির জানান, নিহত হাবিব অটোরিকশা চালক ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। 

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক মোবাইল ফোনে আজকের পত্রিকাকে জানান, আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। 

উল্লেখ্য, সম্প্রতি স্থানীয় এক নারীর গোসলের ভিডিও ধারণের ঘটনায় নাগেরকান্দি গ্রামে সালিস বসে। সালিসে হাবিব ফকিরকে ডেকে নিলে একপর্যায়ে কথা-কাটাকাটির সময় প্রতিপক্ষের হামলায় নিহত হয় হাবিব ফকির। ঘটনার পরদিনই নিহতের স্ত্রী হালিমা আক্তার বাদী হয়ে একটি মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত