গৌরীপুরে বাস-মোটরসাইকেল-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৩০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে যাত্রীবাহী বাস, মোটরসাইকেল ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় মহাসড়কের গৌরীপুর রাবেয়া সিএনজি পেট্রল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে দুই আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।