Ajker Patrika

জমি নিয়ে বিরোধে সাবেক বিজিবি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১৫: ৫৬
জমি নিয়ে বিরোধে সাবেক বিজিবি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লার দাউদকান্দিতে জমি নিয়ে বিরোধে সাবেক বিজিবি সদস্য শামসুল হককে (৭৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। 

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মারুকা ইউনিয়নের নশিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পুলিশ রাতেই দুজনকে গ্রেপ্তার করেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বসতবাড়ির আড়াই শতক জায়গার দখল নিয়ে প্রতিবেশী কামাল মিয়ার সঙ্গে শামসুল হকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আদালতে মামলাও চলমান। গতকাল সন্ধ্যায় শামসুল হককে বাড়িতে একা পেয়ে কামাল মিয়া ও তাঁর লোকজন হামলা করে বলে স্বজনেরা জানান। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে শামসুল হক মারা যান। এ ঘটনায় কামাল মিয়া ও তাঁর স্ত্রী জাকিয়া আক্তারকে নিজ বাড়ি থেকে রাতেই আটক করে পুলিশ।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনেরা হত্যা মামলা করেছেন। আটক কামাল মিয়া ও তাঁর স্ত্রী জাকিয়া আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত