বিজয় সেতুপতির এক সিনেমা ১০০ বার দেখেছেন জাহ্নবী
গত ১৩ জানুয়ারি মুক্তি পেয়েছে বিজয় সেতুপতির ‘ফার্জি’ ছবির ট্রেলার। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ফার্জি’তে শহীদ কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন দক্ষিণী এই তারকা অভিনেতা। এতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কে কে মেনন, রাশি খান্না, অমল পালেকর, ভুবন অরোরা, রেজিনা কাসান্দ্রা। সির