Ajker Patrika

বক্স অফিসে মুখোমুখি রামচরণ–আল্লু অর্জুন

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৭: ৪৫
বক্স অফিসে মুখোমুখি রামচরণ–আল্লু অর্জুন

সাম্প্রতিক সময়ে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় বক্স অফিস সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছে। তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা রামচরণের ছবি ‘আরসি–১৫’ ও দক্ষিণের আরেক সুপারস্টার আল্লু অর্জুনের ব্লকবাস্টার সিনেমা পুষ্পার প্রতীক্ষিত দ্বিতীয় কিস্তি একই সময় মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের জানুয়ারিতে মুক্তি পাবে দুই সিনেমা। ফলে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বক্স অফিস প্রতিযোগিতার সাক্ষী হতে চলেছে চলচ্চিত্র বিশ্ব। 

ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলার প্রতিবেদন থেকে জানা যায়, পরিচালক এস শংকরের পরিচালনায় রামচরণের সিনেমাটি আপাতত ‘আরসি–১৫’ শিরোনামে শুটিং ফ্লোরে আছে। রাজনৈতিক থ্রিলার ঘরানার সিনেমাটির প্রধান অংশের বেশির ভাগ শুটিং গত বছরই শেষ হয়েছে। তাই নির্মাতারা ২০২৪ সালের শুরুতে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন। 

এদিকে আল্লু অর্জুনের ব্লকবাস্টার সিনেমা পুষ্পার প্রতীক্ষিত দ্বিতীয় কিস্তিও ২০২৪ সালের জানুয়ারিতে মুক্তির প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই তা নিশ্চিত করেনি। 

প্রতিবেদন থেকে আরও জানা যায়, গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ডে অভিনেতা রামচরণ, পরিচালক এস শংকর ও প্রধান নারী চরিত্রে অভিনয় করা কিয়ারা আদভানি সিনেমাটির বেশ কিছু দৃশ্য ধারণে অংশ নেন। এ বছরের প্রথমার্ধেই কয়েকটি শিডিউলে ছবির বাকি শুটিং করার পরিকল্পনা রয়েছে। পরিচালক এস শংকর ছবিটির জন্য পোস্ট-প্রোডাকশনের সময়সূচি এরই মধ্যে তৈরি করে ফেলেছেন। 

 ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘বিনয়া বিদ্যা রামা’র পর রামচরণ ও কিয়ারা আদভানি জুটির এটি দ্বিতীয় ছবি। সিনেমাটিতে প্রধান প্রতিপক্ষের ভূমিকায় অভিনয় করছেন প্রখ্যাত অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা এসজে সূর্য। এতে আরও অভিনয় করেছেন—জয়রাম, অঞ্জলি সুনীল, শ্রীকান্ত, নবীন চন্দ্র। সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন এস থামন। 

এদিকে গত বছরের ডিসেম্বর থেকেই পুষ্পা–২–এর শুটিং শুরু হয়েছে। ভারতের হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে নির্মিত সেটে এর দৃশ্যধারণ চলছে। এতে প্রধান নারী চরিত্রে রাশমিকা মান্দানা ছাড়াও মালায়লাম অভিনেতা ফাহাদ ফাসিল গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত