Ajker Patrika

কাজে ফিরছেন সামান্থা, সঙ্গে বরুণ ধাওয়ান

বিনোদন ডেস্ক
Thumbnail image

অসুস্থতার কারণে একের পর এক কাজের চুক্তি ভাঙছিলেন দক্ষিণের অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এমনকি গত বছর নিশ্চিত হওয়া আমাজন প্রাইম ভিডিওর সিরিজ ‘সিটাডেলেও’ তিনি কাজ করবেন না বলে শোনা যাচ্ছিল। এবার সব জল্পনা কাটিয়ে তিনি কাজে ফিরছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিনোদন সংবাদমাধ্যম ভ্যারাইটি।

রুশো ব্রাদার্সদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এজিবিও’র তৈরি অ্যাকশন সিরিজ ‘সিটাডেলের’ ভারতীয় ইউনিভার্সের মাধ্যমে অভিনয়ে ফিরেছেন সামান্থা। এবার তাঁর সঙ্গে আছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান।

 অভিনেত্রী সামান্থা রুথ প্রভুবেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল অসুস্থতার জন্য ‘সিটাডেল’-এ অংশ নিতে পারবেন না সামান্থা। এর মাঝে আজই আমাজন প্রাইম ভিডিও তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিনেত্রীর অন্তর্ভুক্তি নিশ্চিত করেছেন। তারা ইনস্টাগ্রামে সামান্তার ছবি জুড়ে দিয়ে লেখেন, ‘মিশন চলছে। আমরা সিটাডেলের ভারতীয় কিস্তির কাজ শুরু করেছি।’ 

 অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকাজে ফেরা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সামান্থা বলেন, ‘যখন প্রাইম ভিডিও ও রাজ এবং ডিকে আমাকে এই প্রজেক্টে কাজ করার প্রস্তাব দেন, আমি একেবারে মন থেকে এই কাজটা গ্রহণ করেছিলাম। ফ্যামিলি ম্যানে একই টিমের সঙ্গে কাজ করেছি, এখনো করব- এটা আমার জন্য একরকম ঘরে ফেরা হল।’ 

অভিনেত্রী সামান্থা রুথ প্রভুএখনো নাম ঠিক না হওয়া সিরিজটি পরিচালনা করবেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ নির্মাতা জুটি রাজ নিদিমোরু এবং কৃষ্ণ ডিকে। এর চিত্রনাট্য লিখেছেন রাজ ও ডিকে এবং সীতা আর মেনন। বর্তমানে মুম্বাইয়ে এর শুটিং চলছে। এর পরবর্তী অংশের শুটিং উত্তর ভারত, সার্বিয়া ও দক্ষিণ আফ্রিকায় হওয়ার কথা রয়েছে। 

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু২০১০ সালে গৌতম মেননের রোমান্টিক তেলুগু চলচ্চিত্র ‘ইয়ে মায়া চেসাভেতে’ অভিনয়ের মাধ্যমে তেলুগু চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। গত বছরের আলোচিত চলচ্চিত্র ‘যশোদা’ তে অসাধারণ অভিনয় এর মাধ্যমে দর্শকদের মন জয় করেন। সামান্থা এখন তাঁর আসন্ন সিনেমা ‘শকুন্তলম’-এর মুক্তির অপেক্ষায় আছেন। অসুস্থতা নিয়েও শকুন্তলম এর ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত