‘গ্লোবাল কে-পপ সং অ্যাওয়ার্ড’ পেলেন বিটিএস তারকা জাংকুক
চলতি বছরের বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের সর্বোচ্চ সম্মাননা ‘গ্লোবাল কে-পপ সং অ্যাওয়ার্ড’ পেয়েছেন বিটিএস তারকা জাংকুক। প্রথম একক অ্যালবাম ‘সেভেন’ এর কল্যাণে তাঁর ক্যারিয়ারে। জাংকুকের এই অ্যাওয়ার্ড প্রাপ্তির খবর দিয়েছে দ্য কোরিয়া টাইমস। সংবাদমাধ্যমটি বলছে, অ্যাওয়ার্ড গ্রহণ করে কোরীয় গায়ক বলেছেন, তিনি ক