Ajker Patrika

‘বিটিএস’-এর টানে ঘরছাড়া ৩ কিশোরীকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯: ৩৩
‘বিটিএস’-এর টানে ঘরছাড়া ৩ কিশোরীকে উদ্ধার

দক্ষিণ কোরিয়ার গানের ব্যান্ড বিটিএসের টানে রাজধানীর মেরাদিয়া থেকে ঘর ছেড়ে পালানো তিন কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন মিয়া আজকের পত্রিকাকে বলেন, অভিযোগের পর সাইবার নজরদারি ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গাজীপুরের টঙ্গী এলাকার একটি বাসা থেকে তিন কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তারা নিজেরাই ঘর ছেড়েছিল। 

তিনি জানান, দক্ষিণ কোরিয়ার গানের ব্যান্ড বিটিএসের টানে তিন কিশোরী ঘর ছাড়ার অভিযোগের পর সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ। এতে দেখা যায়, গত ২৯ জানুয়ারি দুপুরের দিকে বাসার সামনের রাস্তায় অপেক্ষা করছে এক কিশোরী। এর কিছুক্ষণ পর একটি রিকশায় করে সেখানে আসে বাকি দুই কিশোরী। তারপর একই রিকশায় তিনজন চলে যায়। তাদেরই একজন বিটিএস সদস্যকে বিয়ের ইচ্ছা প্রকাশ করে চিঠি লিখে গেছে। বেশির ভাগ সময়ই তারা ইউটিউবে বিটিএসের বিভিন্ন ভিডিও দেখত বলে জানা গেছে। 

পুলিশ জানায়, তাদেরই একজন ষষ্ঠ শ্রেণির ছাত্রী একটি চিঠি লিখে যায়। চিঠিতে সে জানায়, মা-বাবার অবহেলায় বিটিএসের সদস্য জাংকুকে বিয়ে করতে বদ্ধপরিকর সে। 

এ বিষয়ে সেই তরুণীর মা গণমাধ্যমকে বলেন, ‘যাওয়ার আগে ওরা বলে গেছে, বিটিএসের কাছে যাবে। বিটিএস কী তা আমরা জানি না। এদের কোনো ঠিকানা, নম্বর নেই। ওরা বলছে, আমরা বিটিএসের কাছে যাই। ওদের সদস্যদের আমরা বিয়ে করব। সমবয়সী তিন কিশোরীই পাশাপাশি বাসায় থাকত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত