জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় মাত্র একটি গাড়ি বিক্রি করেছে বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানি টেসলা। নিরাপত্তা নিয়ে উদ্বেগ, উচ্চ দাম ও চার্জিং অবকাঠামোর অভাবে চাহিদা কম বলে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে।
সিউলভিত্তিক গবেষক ক্যারিসিউ ও কোরিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২২ সালের জুলাইয়ের পর কোম্পানিটির জন্য সবচেয়ে বাজে মাস ছিল জানুয়ারি। কারণ, ওই বছরের জুলাই মাসে দক্ষিণ কোরিয়ায় কোনো গাড়ি বিক্রি হয়নি।
ক্যারিসিউ বলছে, ডিসেম্বর থেকে জানুয়ারিতে কোরিয়ায় নিবন্ধিত নতুন ইভির (বৈদ্যুতিক গাড়ি) সংখ্যা ৮০ শতাংশ কমে যায়।
গাড়ি নির্মাতারা দক্ষিণ কোরিয়ায় ইভি তৈরির জন্য উৎসাহ হারাচ্ছে। কারণ, উচ্চ সুদের হার ও মূল্যস্ফীতি গ্রাহকদের খরচে লাগাম টানতে প্ররোচিত করে। এ ছাড়া ব্যাটারিতে আগুন এবং ফাস্ট চার্জিং সেন্টারের অভাবও এই চাহিদা কমিয়ে দিচ্ছে।
জানুয়ারিতে টেসলার কম বিক্রি হওয়া ব্র্যান্ডের জন্য বড় পরিবর্তন নির্দেশ করে। কারণ, চীনে তৈরি মডেল ওয়াই গত বছর সর্বোচ্চ বিক্রীত পণ্যের অন্যতম।
জিওনবুক ইনস্টিটিউট অব অটোমোটিভ কনভারজেন্স টেকনোলজির প্রধান লি হ্যাং-কুর মতে, যাঁরা এই গাড়ি কিনতে ইচ্ছুক, তাঁরা এর মধ্যেই ইভি কিনেছেন এবং গাড়ির বাজারে বেশির ভাগ গ্রাহক এখন কিনতে চাইছেন না। চীনের সঙ্গে সংযোগের কারণেও টেসলার জনপ্রিয়তা কমেছে।
লি বলেন, ‘টেসলার গাড়ি কিনতে আগ্রহ প্রকাশ করা বেশির ভাগ কোরিয়ান ইতিমধ্যে গাড়ি কিনে ফেলেছেন। টেসলার কিছু মডেল চীনে তৈরি হওয়ায় দক্ষিণ কোরিয়ার কিছু মানুষ কোম্পানিটির গাড়ি আর পছন্দ করছেন না। গ্রাহকেরা উৎপাদনের গুণমান নিয়েও উদ্বিগ্ন।
ব্লুমবার্গ নিউজকে দেওয়া এক বিবৃতিতে কোরিয়ায় টেসলারের একজন মুখপাত্র বলেন, গ্রাহকেরা ভর্তুকি পাওয়ার জন্য ইভি কিনতে দেরি করছেন।
এ ক্ষেত্রেও সমস্যার মুখোমুখি হচ্ছে টেসলা। ২০২৩ সালের জুলাইয়ে কোম্পানিটি চীনের তৈরি মডেল ওয়ের বিক্রয়মূল্য ৫ কোটি ৬৯ লাখ ৯০ হাজার ওন (৪৩ হাজার ডলার) নির্ধারণ করে। এর ফলে এর দাম ৫৭০ লাখ ওনের মধ্যে চলে আসে। ফলে গ্রাহকেরা সরকারি ভর্তুকি পাওয়ার যোগ্যতা অর্জন করেন।
তবে গত মঙ্গলবার এই লেভেল ৫৫০ লাখ ওনে নামিয়ে আনা হয়। ফলে মডেল ওয়াইয়ে সরকারি ভর্তুকি অর্ধেক হয়ে যায়।
জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় মাত্র একটি গাড়ি বিক্রি করেছে বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানি টেসলা। নিরাপত্তা নিয়ে উদ্বেগ, উচ্চ দাম ও চার্জিং অবকাঠামোর অভাবে চাহিদা কম বলে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে।
সিউলভিত্তিক গবেষক ক্যারিসিউ ও কোরিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২২ সালের জুলাইয়ের পর কোম্পানিটির জন্য সবচেয়ে বাজে মাস ছিল জানুয়ারি। কারণ, ওই বছরের জুলাই মাসে দক্ষিণ কোরিয়ায় কোনো গাড়ি বিক্রি হয়নি।
ক্যারিসিউ বলছে, ডিসেম্বর থেকে জানুয়ারিতে কোরিয়ায় নিবন্ধিত নতুন ইভির (বৈদ্যুতিক গাড়ি) সংখ্যা ৮০ শতাংশ কমে যায়।
গাড়ি নির্মাতারা দক্ষিণ কোরিয়ায় ইভি তৈরির জন্য উৎসাহ হারাচ্ছে। কারণ, উচ্চ সুদের হার ও মূল্যস্ফীতি গ্রাহকদের খরচে লাগাম টানতে প্ররোচিত করে। এ ছাড়া ব্যাটারিতে আগুন এবং ফাস্ট চার্জিং সেন্টারের অভাবও এই চাহিদা কমিয়ে দিচ্ছে।
জানুয়ারিতে টেসলার কম বিক্রি হওয়া ব্র্যান্ডের জন্য বড় পরিবর্তন নির্দেশ করে। কারণ, চীনে তৈরি মডেল ওয়াই গত বছর সর্বোচ্চ বিক্রীত পণ্যের অন্যতম।
জিওনবুক ইনস্টিটিউট অব অটোমোটিভ কনভারজেন্স টেকনোলজির প্রধান লি হ্যাং-কুর মতে, যাঁরা এই গাড়ি কিনতে ইচ্ছুক, তাঁরা এর মধ্যেই ইভি কিনেছেন এবং গাড়ির বাজারে বেশির ভাগ গ্রাহক এখন কিনতে চাইছেন না। চীনের সঙ্গে সংযোগের কারণেও টেসলার জনপ্রিয়তা কমেছে।
লি বলেন, ‘টেসলার গাড়ি কিনতে আগ্রহ প্রকাশ করা বেশির ভাগ কোরিয়ান ইতিমধ্যে গাড়ি কিনে ফেলেছেন। টেসলার কিছু মডেল চীনে তৈরি হওয়ায় দক্ষিণ কোরিয়ার কিছু মানুষ কোম্পানিটির গাড়ি আর পছন্দ করছেন না। গ্রাহকেরা উৎপাদনের গুণমান নিয়েও উদ্বিগ্ন।
ব্লুমবার্গ নিউজকে দেওয়া এক বিবৃতিতে কোরিয়ায় টেসলারের একজন মুখপাত্র বলেন, গ্রাহকেরা ভর্তুকি পাওয়ার জন্য ইভি কিনতে দেরি করছেন।
এ ক্ষেত্রেও সমস্যার মুখোমুখি হচ্ছে টেসলা। ২০২৩ সালের জুলাইয়ে কোম্পানিটি চীনের তৈরি মডেল ওয়ের বিক্রয়মূল্য ৫ কোটি ৬৯ লাখ ৯০ হাজার ওন (৪৩ হাজার ডলার) নির্ধারণ করে। এর ফলে এর দাম ৫৭০ লাখ ওনের মধ্যে চলে আসে। ফলে গ্রাহকেরা সরকারি ভর্তুকি পাওয়ার যোগ্যতা অর্জন করেন।
তবে গত মঙ্গলবার এই লেভেল ৫৫০ লাখ ওনে নামিয়ে আনা হয়। ফলে মডেল ওয়াইয়ে সরকারি ভর্তুকি অর্ধেক হয়ে যায়।
চীনের তরুণসমাজের একটি বড় অংশ এখন বন্ধুত্ব ও ভালোবাসার জন্য ভরসা রাখছে মানুষের মতো আচরণকারী এআই (কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক) সঙ্গীর ওপর। বাস্তব জীবনের সম্পর্কের টানাপোড়েন এবং একাকিত্ব এড়াতে তাঁরা তৈরি করছেন নিজেদের কল্পিত প্রেমিক বা প্রেমিকা, যাদের সঙ্গে তাঁরা গল্প করেন, খেলাধুলা করেন, জীবনের...
১৩ ঘণ্টা আগেফেসবুক শুধু একটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়, বরং এটি অনেকের ব্যক্তিগত ডায়েরি বা স্মৃতির ভান্ডার হিসেবেও কাজ করে। প্রতিদিন লাখ লাখ মানুষ ছবি, লেখা, ভিডিও ও নানা তথ্য ফেসবুকে শেয়ার করে থাকেন। তবে কখনো কখনো ভুলবশত কোনো গুরুত্বপূর্ণ পোস্ট ডিলিট হয়ে যেতে পারে, তখন এসব পোস্ট ফিরিয়ে আনতে চান অনেকেই।
১ দিন আগেবিশ্ববিখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে তাদের নতুন স্মার্টফোন অপো ‘এ৫ এক্স’ উন্মোচন করেছে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজের স্মার্ট ডিভাইসটির মূল্য রাখা হয়েছে মাত্র ১৩ হাজার ৯৯০ টাকা। তবে দামে সাশ্রয়ী হলেও স্মার্টফোনটি বেশ টেকসই।
২ দিন আগেটিকটক ব্যবহারকারীরা এখন সহজেই স্থির ছবিকে অ্যানিমেটেড ভিডিওতে রূপান্তর করতে পারবেন। এজন্য অ্যাপটিতে চালু হয়েছে ‘এআই অ্যালাইভ’ নামের নতুন ফিচার, যা অ্যাপটির স্টোরি ক্যামেরা ব্যবহার করে স্থির ছবিকে গতিশীল, সৃজনশীল ও আবহপূর্ণ ছোট ভিডিওতে পরিণত করতে পারবে।
২ দিন আগে