পাইলট হয়ে এক এমপিকে উড়িয়ে নিয়ে গেলেন আরেক এমপি
ক্যাপ্টেনের ইউনিফর্ম পরা এক লোক এসে বলেন, আপনিও তাহলে এই ফ্লাইটেই যাচ্ছেন! তাঁর মুখে মাস্ক থাকায় চিনতে পারিনি। কিন্তু কণ্ঠটা চেনা চেনা লাগছিল। আমি শুধু মাথা ঝাঁকালাম। তখনো বোঝার চেষ্টা করছি, ইনি আসলে কে? তিনি আমার দিকে তাকিয়ে আছেন। মাস্কের আড়ালে তাঁর চোখে যে একটা হাসি খেলে গেল সেটা টের পেলাম। উনি আব