Ajker Patrika

হেলিকপ্টার বিধ্বস্তের পর পানি খেতে চেয়েছিলেন বিপিন রাওয়াত 

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৫: ০৪
হেলিকপ্টার বিধ্বস্তের পর পানি খেতে চেয়েছিলেন বিপিন রাওয়াত 

ভারতের প্রতিরক্ষাপ্রধান ও সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মাধুলিকা রাওয়াতসহ ১৩ জন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন। গতকাল বুধবার ভারতের তামিলনাড়ুতে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হেলিকপ্টার বিধ্বস্তের পর পানি খেতে চেয়েছিলেন বিপিন রাওয়াত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

শিবকুমার নামের এক কন্ট্রাক্টর এনডিটিভিকে জানান, দুর্ঘটনার সময় তিনি তাঁর ভাইয়ের সঙ্গে দেখা করতে একটি চা-বাগানে যাচ্ছিলেন। 

শিবকুমার বলেন, ‘তিনটি দেহ পড়ে থাকতে দেখেছি। এর মধ্যে একজন ছিলেন জীবিত। সে পানি চাইছিল। আমরা একটি বেডশিট দিয়ে মুড়িয়ে দিই। পরে তাঁকে উদ্ধারকর্মীরা নিয়ে যান। 

এ ঘটনার তিন ঘণ্টা পর একজন শিবকুমারকে জানান যে তাঁর কাছে যে পানি চেয়েছিল, তিনিই বিপিন রাওয়াত। সেই সঙ্গে বিপিন রাওয়াতের একটি ছবি বের করে দেখান। 

শিব কুমার বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এই লোকটি দেশের জন্য এত কিছু করেছে । এমনকি তাকে পানিও খাওয়াতে পারিনি। আমি সারা রাত ঘুমাতে পারিনি।’

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জেনারেল রাওয়াত। 

গতকাল বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণ পরই তামিলনাড়ুর নীলগিরিতে বিধ্বস্ত হয়। ১৪ জনের মধ্যে ছিলেন—জেনারেল রাওয়াত, তাঁর স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো ও বিমানবাহিনীর কর্মীরা। এ দুর্ঘটনায় একজন মাত্র ব্যক্তি বেঁচে আছেন। তাঁর নাম বরুণ সিং। তিনি ভারতীয় সেনাবাহিনীর পাইলট। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত