ফার্মেসিতে করোনার টিকা: তিন সদস্যের তদন্ত কমিটি
স্বাস্থ্য অধিদপ্তরের ভাষ্যমতে, বিভিন্ন দেশ থেকে টিকা আসার সঙ্গে সঙ্গে সেগুলো সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) নিজস্ব স্টোররুমে কঠোর নিরাপত্তায় সংরক্ষণে রাখা হয়। সেখান থেকে বরাদ্দ অনুযায়ী টিকাকেন্দ্রগুলোতে পাঠানো হয়। তারপরও কী করে এসব টিকা ক্লিনিক–ফার্মেসিতে গেল সেই প্রশ্নই এখন সবার মুখে।