Ajker Patrika

সাইবার হামলা নিয়ে এফবিআই থেকে ভুয়া মেইল, তদন্ত কমিটি গঠন 

আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১১: ৩৭
সাইবার হামলা নিয়ে এফবিআই থেকে ভুয়া মেইল, তদন্ত কমিটি গঠন 

সাইবার হামলা নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের এক সার্ভার থেকে হাজার হাজার ভুয়া মেইল পাঠানো হয়েছে। এ ঘটনায় এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত শুক্রবার মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। তবে এ নিয়ে বিস্তারিত জানানো হয়নি। 

ওই ইমেইলে বলা হয়, ডার্ক ওভারলর্ড নামে পরিচিত একটি সাইবার অপরাধী গ্রুপ একের পর এক অত্যাধুনিক উপায়ে হামলা চালাতে পারে। স্প্যাম-বিরোধী পর্যবেক্ষক সংস্থা স্পামহাউসের বরাত দিয়ে এই বার্তা দেওয়া হয়। 

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এক লাখের বেশি ভুয়া মেইল পাঠানো হয়েছে। 

এক বিবৃতিতে এফবিআইয়ের পক্ষ থেকে বলা হয়, ভুয়া ইমেইল সম্পর্কে তারা অবগত রয়েছে। 

সংস্থাটি জানায়, সমস্যাটি শনাক্ত হওয়ার পরে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। জনসাধারণকে অজানা প্রেরকদের থেকে সতর্ক হতে বলা হয়। এফবিআই সার্ভার হ্যাক করে এই ভুয়া মেইল পাঠানো হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত