১৩ বছর পর সুব্রত বৈদ্য হত্যাকাণ্ডের রায় আগামীকাল
২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ছাত্র-ছাত্রীদের পড়ানো শেষে নীপার ডাকে তিনি ভবনের চতুর্থ তলায় যান। সেদিন বেলা আড়াইটার দিকে সুব্রত অসুস্থ—ফোনে নীপার কাছ থেকে এ খবর পেয়ে সুব্রতর মা, ভাই, বোন গির্জায় গিয়ে দেখেন, সুব্রতকে নিয়ে নীপা, তাঁর মা-বাবা ও ভাইয়েরা নিচে নামছেন। তাঁকে দ্রুত মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডে