বিড়াল-তেলাপোকার সঙ্গে রোগীদের বাস
অন্ধকারে চোখ দুটো জ্বলজ্বল করছিল। বাসনপত্র, তরিতরকারি কিংবা জামাকাপড় রাখার স্থানে এলোমেলোভাবে কী যেন খুঁজছে। কালিপদ মণ্ডলের স্ত্রী ঠিকই বুঝতে পারেন, তন্নতন্ন করে ও আসলে খাবার খুঁজছে। যেই একটু বিছানা নাড়া দিলেন, সঙ্গে সঙ্গেই বের হয়ে এল কালো বিড়ালটি। ফের আশ্রয় নিল বেডে পড়ে থাকা মণ্ডলের স্ত্রীর চাদরে।