Ajker Patrika

করোনায় মারা যাওয়া মহাসিনের স্বজনদের খুঁজছে ঢামেক কর্তৃপক্ষ

প্রতিনিধি, ঢামেক
করোনায় মারা যাওয়া মহাসিনের স্বজনদের খুঁজছে ঢামেক কর্তৃপক্ষ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ৮০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন মহাসিন (৪৮) নামের এক ব্যক্তি। আজ রোববার দুপুরের ২১ নম্বর বেডে তাঁর মৃত্যু হয়। ভর্তির পর তাঁদের সঙ্গে দুজন স্বজন থাকলেও মৃত্যুর পরে তাঁদের খুঁজে পাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

ঢামেকের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ জানান, ভর্তি কাগজে দেখা যায়—গতকাল বিকেলে ফারুক নামের একজনসহ দুজন মিলে এই রোগীকে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করে। ভর্তির সময় এই রোগীকে করোনায় আক্রান্ত বলা হয়। তাঁরা কিছু কাগজপত্রও কর্তব্যরত চিকিৎসককে দেখিয়েছিল। পরে মহাসিনকে ভর্তি দেয় চিকিৎসকেরা। চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে ওই রোগী মারা যায়। কিন্তু মৃত্যুর পর তাঁদের আর হাসপাতালে পাওয়া যাচ্ছে না। ভর্তি ফাইলে ঠিকানা দেওয়া আছে মিরপুর দারুস সালাম। মোবাইল নম্বরও দেওয়া আছে ফারুকের। কিন্তু সেই নম্বরটিও বন্ধ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন ভবনের করোনা ইউনিটে এক রোগী মারা গেছে। মৃত্যুর পরে তার স্বজনদের খোঁজ পাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। ভর্তির ফাইলের মোবাইল নম্বরটিও বন্ধ দেখাচ্ছে।

হাসপাতালের প্রশাসনিক ব্লকের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর জানান, সন্ধ্যা পর্যন্ত ওই মৃত ব্যক্তির কোন স্বজনকে খুঁজে পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত