ঢামেক প্রতিবেদক
স্বামীর সঙ্গে মনোমালিন্য চলছিল মাহিমা খানম মুলানের (২০); প্রেমের বিয়ের আট মাসের মাথায় কয়েক দিন আগে তিনি ‘ডিভোর্স লেটারও’ পেয়েছেন। এরপর বেশ কয়েকবার দেখা করতে চেয়ে না পেয়ে শেষমেশ হাজির হন স্বামীর নিকেতনের অফিসে। সেখানেও তাঁর দেখা না পেয়ে ‘ভাঙা কাচের বোতল নিজের পেটে ঢুকিয়ে দেন মাহিমা’। স্বামী জুবায়ের হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ এসব তথ্য দিয়েছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গুলশানের নিকেতন এলাকার এ ঘটনায় গুরুতর আহত ওই তরুণীকে জুবায়েরই রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে বাঁচানোর জন্য চেষ্টা করার কোনো উপায় ছিল না, কর্তব্যরত চিকিৎসা তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ বলছে, মুন্সিগঞ্জ সদর উপজেলার মো. মোজাফফল হোসেনের মেয়ে মাহিমা। আর জুবায়ের হোসেন ডোপ প্রোডাকশনস হাউস নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের সহকারী পরিচালক। ‘প্রেমের সম্পর্কের’ ধারাবাহিকতায় গত মে মাসে তাঁরা বিয়ে করেন। মাহিমা গৃহিণী ছিলেন। উত্তর বাড্ডা পূর্বাচল রোডে নিজেদের ফ্ল্যাটে থাকতেন তাঁরা। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে নানা বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। একমাস আগে পূর্বাচলের বাসা থেকে জুবায়ের চলে গেলে মাহিমা ওই বাসায় একাই ছিলেন।
পুলিশ হেফাজতে থাকা জুবায়ের আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক কলহের কারণে গত ২৬ ডিসেম্বর মাহিমাকে ডিভোর্স লেটার পাঠাই। এরপর মাহিমা আমার সঙ্গে দেখা করার জন্য বারবার চেষ্টা করছিল। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মাহিমা ডোপ প্রোডাকশন্সের অফিসে যায়। আমি অফিসে না থাকায় ফোন দিয়ে অফিসে যেতে বলে। অফিসে যাব না বললে মাহিমা অফিসের ভেতরে ভাঙা কাচের বোতল দিয়ে নিজের পেটে আঘাত করে। পরে সহকর্মীরা ফোনে আমাকে বিষয়টি জানালে দ্রুত অফিসে গিয়ে মাহিমাকে রক্তাক্ত অবস্থায় দেখে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। এরপর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
জুবায়েরের দাবি, তিন দিন আগেও ‘২১টি ঘুমের ট্যাবলেট’ খেয়েছিলেন মাহিমা, ‘ব্লেড দিয়ে নিজের হাতও’ কেটেছিলেন। তখন তাঁকে ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা করিয়ে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রক্তাক্ত অবস্থায় ওই তরুণীকে জুবায়ের হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, ‘স্বামী পরিচয় দেওয়া জুবায়ের দাবি করেছেন, মাহিমা নিজের পেটে ভাঙা কাচের বোতল ঢুকিয়ে দিয়েছে। তাঁকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি গুলশান থানা তদন্ত করছে।’
স্বামীর সঙ্গে মনোমালিন্য চলছিল মাহিমা খানম মুলানের (২০); প্রেমের বিয়ের আট মাসের মাথায় কয়েক দিন আগে তিনি ‘ডিভোর্স লেটারও’ পেয়েছেন। এরপর বেশ কয়েকবার দেখা করতে চেয়ে না পেয়ে শেষমেশ হাজির হন স্বামীর নিকেতনের অফিসে। সেখানেও তাঁর দেখা না পেয়ে ‘ভাঙা কাচের বোতল নিজের পেটে ঢুকিয়ে দেন মাহিমা’। স্বামী জুবায়ের হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ এসব তথ্য দিয়েছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গুলশানের নিকেতন এলাকার এ ঘটনায় গুরুতর আহত ওই তরুণীকে জুবায়েরই রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে বাঁচানোর জন্য চেষ্টা করার কোনো উপায় ছিল না, কর্তব্যরত চিকিৎসা তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ বলছে, মুন্সিগঞ্জ সদর উপজেলার মো. মোজাফফল হোসেনের মেয়ে মাহিমা। আর জুবায়ের হোসেন ডোপ প্রোডাকশনস হাউস নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের সহকারী পরিচালক। ‘প্রেমের সম্পর্কের’ ধারাবাহিকতায় গত মে মাসে তাঁরা বিয়ে করেন। মাহিমা গৃহিণী ছিলেন। উত্তর বাড্ডা পূর্বাচল রোডে নিজেদের ফ্ল্যাটে থাকতেন তাঁরা। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে নানা বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। একমাস আগে পূর্বাচলের বাসা থেকে জুবায়ের চলে গেলে মাহিমা ওই বাসায় একাই ছিলেন।
পুলিশ হেফাজতে থাকা জুবায়ের আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক কলহের কারণে গত ২৬ ডিসেম্বর মাহিমাকে ডিভোর্স লেটার পাঠাই। এরপর মাহিমা আমার সঙ্গে দেখা করার জন্য বারবার চেষ্টা করছিল। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মাহিমা ডোপ প্রোডাকশন্সের অফিসে যায়। আমি অফিসে না থাকায় ফোন দিয়ে অফিসে যেতে বলে। অফিসে যাব না বললে মাহিমা অফিসের ভেতরে ভাঙা কাচের বোতল দিয়ে নিজের পেটে আঘাত করে। পরে সহকর্মীরা ফোনে আমাকে বিষয়টি জানালে দ্রুত অফিসে গিয়ে মাহিমাকে রক্তাক্ত অবস্থায় দেখে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। এরপর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
জুবায়েরের দাবি, তিন দিন আগেও ‘২১টি ঘুমের ট্যাবলেট’ খেয়েছিলেন মাহিমা, ‘ব্লেড দিয়ে নিজের হাতও’ কেটেছিলেন। তখন তাঁকে ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা করিয়ে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রক্তাক্ত অবস্থায় ওই তরুণীকে জুবায়ের হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, ‘স্বামী পরিচয় দেওয়া জুবায়ের দাবি করেছেন, মাহিমা নিজের পেটে ভাঙা কাচের বোতল ঢুকিয়ে দিয়েছে। তাঁকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি গুলশান থানা তদন্ত করছে।’
কিশোরগঞ্জে যুবলীগ নেতা মো. রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর বড়পুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৫ মিনিট আগেসিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ৩২ বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর-ধনপুর পীরের বাজার এলাকায় সড়কের পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
২ ঘণ্টা আগেরাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৮ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে