খালে লেপ-তোশক, ড্রেনে বোতল-পলিথিন জলাবদ্ধতার কারণ: মেয়র আতিক
শহরের খালগুলোকে সবাই ডাস্টবিন হিসেবে ব্যবহার করে। এটি অত্যন্ত দুঃখজনক। খালগুলোতে লেপ-তোশক, চেয়ার-টেবিল, টায়ার, কমোড, সোফাসহ এমন কোনো বর্জ্য নেই যে পাওয়া যায় না। ড্রেনগুলো ভর্তি প্লাস্টিক বোতল-পলিথিনে। এগুলোর কারণে ড্রেন ও খালের প্রবেশ মুখ ব্লক হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয় বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর