রাজনৈতিক কর্মীদের আচরণে যেন কোনো মানুষ কষ্ট না পায়: শিক্ষামন্ত্রী
‘রাজনৈতিক কর্মীদের আচরণ এমন হতে পারবে না, যাতে কোনো মানুষ কষ্ট পায়। একজন গ্রামের, চরাঞ্চলের ও শহরের বস্তির মানুষ যারা আমাদের পাশে বসবাস করেন, তারাতো শেখ হাসিনাকে দেখছে না, তারা আওয়ামী লীগের কর্মী হিসেবে আমাদেরকে দেখছেন। তারা আমাদের দিকে তাকিয়ে এবং হিসেব নিকেশ করে নৌকায় ভোট দিবে।’