Ajker Patrika

আগামী বছরও সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী বছরও সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা

আগামী বছরও সংক্ষিপ্ত সিলেবাসে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এসএসসি পরীক্ষা নেওয়া হবে স্বাভাবিক পাঠ্যসূচিতে।

আজ মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া সভায় অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিল হওয়ায় এই পাবলিক পরীক্ষার পরিবর্তে বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই সনদ দেওয়া হবে। তবে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধন (রেজিস্ট্রেশন) কার্যক্রম থাকবে।

সভায় উপস্থিত ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এসব সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

তপন কুমার সরকার বলেন, এ বছর যে পাঠ্যসূচিতে পরীক্ষা হচ্ছে, আগামী বছরও সেই পাঠ্যসূচিতে এইচএসসি পরীক্ষা হবে। এছাড়া জেএসসি ও জেডিসি বাতিল হওয়ায় বার্ষিক পরীক্ষা নেওয়া, প্রতিবন্ধীদের বয়স সর্বোচ্চ ২৫ বছর করা হয়েছে। আর অন্যদের পরীক্ষা দেওয়ার সর্বোচ্চ বয়স ২০ বছরই রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত