ঠাকুরগাঁওয়ে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ভোটগ্রহণ শুরু
উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও ২০ ইউপিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নারী ভোটারের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। আজ রোববার অনুষ্ঠিত এ নির্বাচনে ৩ লাখ ৬৫ হাজার ৪৩৩ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।