ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে দুই শিশুসন্তানকে বিষ পান করিয়ে নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন লিজা আক্তার (৩০) নামের এক নারী। গতকাল সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের আসাননগর গ্রামে এ ঘটনা ঘটে। মা-সন্তানসহ ওই দিনই তিনজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শিশু দুটির নাম আজান (৫) ও শাফা (২)। দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সদর হাসপাতালের চিকিৎসক সাজ্জাদ হায়দার শাহিন। তিনি বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লিজার বাবা লিয়াকত বলেন, তিনি দুপুরে ফোনে জানতে পারেন তার মেয়ে বিষ পান করে নিজের সন্তানদেরও বিষ খাইয়েছেন। তাঁর মেয়ে লিজা মানসিক রোগী। তিনি জানান, প্রায় পাঁচ বছর আগে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আলোখোয়া গ্রামের সফিকুল ইসলামের সঙ্গে বিয়ে দেন তাঁর মেয়ের। বিয়ের পর স্বামী-সন্তানদের নিয়ে ঢাকায় থাকতেন তাঁর মেয়ে। ভোট দেওয়ার জন্য বাড়িতে এসেছেন সবাই। লিজার স্বামী ঢাকা হজরত শাহজালাল বিমানবন্দরের একজন কর্মী। গত রোববার সন্ধ্যায় লিজা ও তাঁর সন্তানদের ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের আসাননগর গ্রামে তাঁদের রেখে ঢাকায় চলে যান সফিকুল।
লিজার মামাতো ভাই রাজু বলেন, শীতের পিঠা খেতে কিছুদিনের জন্য লিজাকে রেখে গেছেন দুলাভাই। আবার সময় হলে নিয়ে যাবেন। এর মধ্যে কী থেকে কী হয়ে গেল!
সফিকুলের বোন রুমি আক্তার বলেন, তার ভাবি বিয়ের আগেও একবার বিষ পান করেছিলেন। তবে সেই যাত্রায় বেঁচে গেছেন।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে। তবে কেন এ রকম একটি ঘটনা ঘটল, তা তদন্ত সাপেক্ষে বলতে হবে।
ঠাকুরগাঁওয়ে দুই শিশুসন্তানকে বিষ পান করিয়ে নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন লিজা আক্তার (৩০) নামের এক নারী। গতকাল সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের আসাননগর গ্রামে এ ঘটনা ঘটে। মা-সন্তানসহ ওই দিনই তিনজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শিশু দুটির নাম আজান (৫) ও শাফা (২)। দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সদর হাসপাতালের চিকিৎসক সাজ্জাদ হায়দার শাহিন। তিনি বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লিজার বাবা লিয়াকত বলেন, তিনি দুপুরে ফোনে জানতে পারেন তার মেয়ে বিষ পান করে নিজের সন্তানদেরও বিষ খাইয়েছেন। তাঁর মেয়ে লিজা মানসিক রোগী। তিনি জানান, প্রায় পাঁচ বছর আগে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আলোখোয়া গ্রামের সফিকুল ইসলামের সঙ্গে বিয়ে দেন তাঁর মেয়ের। বিয়ের পর স্বামী-সন্তানদের নিয়ে ঢাকায় থাকতেন তাঁর মেয়ে। ভোট দেওয়ার জন্য বাড়িতে এসেছেন সবাই। লিজার স্বামী ঢাকা হজরত শাহজালাল বিমানবন্দরের একজন কর্মী। গত রোববার সন্ধ্যায় লিজা ও তাঁর সন্তানদের ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের আসাননগর গ্রামে তাঁদের রেখে ঢাকায় চলে যান সফিকুল।
লিজার মামাতো ভাই রাজু বলেন, শীতের পিঠা খেতে কিছুদিনের জন্য লিজাকে রেখে গেছেন দুলাভাই। আবার সময় হলে নিয়ে যাবেন। এর মধ্যে কী থেকে কী হয়ে গেল!
সফিকুলের বোন রুমি আক্তার বলেন, তার ভাবি বিয়ের আগেও একবার বিষ পান করেছিলেন। তবে সেই যাত্রায় বেঁচে গেছেন।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে। তবে কেন এ রকম একটি ঘটনা ঘটল, তা তদন্ত সাপেক্ষে বলতে হবে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১২ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
২৩ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
২৫ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫