২৫ কোটি টাকা আত্মসাৎ: দুদকের মামলায় রোববার আত্মসমর্পণ করবেন ড. ইউনূস
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আগামীকাল রোববার আত্মসমর্পণ করে জামিন চাইবেন। ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। এদিকে শ্রম আইন লঙ্ঘনের মামলায়ও শ্রম আপিল ট্রাইব্যুনালে জামিন চাইতে হাজির হবেন তিনি।