১৫ দিন ধরে সাগরে নিখোঁজ ২১ জেলের পথ চেয়ে স্বজনেরা
কেউ স্বামীর জন্য, কেউ সন্তানের জন্য; আবার কেউ কেউ বাবার জন্য অপেক্ষা করছেন। এভাবে প্রিয়জনের জন্য ১৫ দিন ধরে পথ চেয়ে বসে আসেন ভোলার দুটি উপজেলার ২১ জন জেলের স্বজনরা। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সময় সাগরে ট্রলার ডুবির ঘটনায় তাঁরা নিখোঁজ হয়েছিলেন।