এক ওভারে ৬ ছক্কায় যুবরাজ-গিবসদের পাশে বুলগেরিয়ার ক্রিকেটার
টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণেই বর্তমানে চলে রানের বন্যা। ব্যাটিংবান্ধব উইকেটে এখন কত রান করলে ম্যাচ জেতা যাবে, সেটা অনুমান করা মুশকিল। তবে যত রানের বন্যাই বয়ে যাক না কেন, এক ওভারে ছয় ছক্কার ঘটনা খুব একটা দেখা যায় না।