বাংলাদেশ সিরিজ থেকে তারকা পাকিস্তানি ক্রিকেটারকে বাদ দেওয়ার কারণ কী
বাংলাদেশ সিরিজে একগাদা তারকা ক্রিকেটার ছাড়াই আসছে পাকিস্তান ক্রিকেট দল। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলীরা নেই বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে। যার মধ্যে হাসানের বাদ পড়াটা চমকে দেওয়ার মতো। যেখানে বাংলাদেশের বিপক্ষে গত মাসে সবশেষ সিরিজেই দুর্দান্ত বোলিং করেছিলেন তিনি।