মন কেড়েছে কোরিয়ান সিরিজ
কোরিয়ান নাটকগুলোয় থাকে সুদর্শন নায়ক, সুন্দরী নায়িকা আর ভিন্ন ধারার গল্প। এই মিশেল দিয়েই কোরিয়ান প্রযোজনাগুলো দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের নানা দেশে পৌঁছে যাচ্ছে। কে ড্রামা বা কোরিয়ান ড্রামার সবচেয়ে আকর্ষণীয় বিষয় রোমান্টিক গল্প। ভালোবাসা শব্দটাকে কত রঙে সাজানো যেতে পারে, কত সুন্দর, স্পষ্ট, সাবলীল আর নি